দেওড়া আদর্শ- আমার স্কুল, আমার ভাবতে ভাল লাগে,
এই স্কুলের ছাত্র ছিলাম, সে যে অ-নে-ক বছর আগে।
কত স্বপ্ন নিয়ে শপথ নিতাম, মানুষ হওয়ার একসাথে সকলে,
টিনের চালের লম্বা ঘরে, বসিতাম মোরা গাদাগাদি করে।
টিফিনের সময় স্কুল মাঠে, খেলিতাম কত খেলা,
সেই দিনগুলি কবে ছেড়েছি, সেই যে কিশোর বেলা।
বৃষ্টির দিনে ক্লাস ফাঁকা, গোল হয়ে সবে বসে,
কত যে মজার গল্প করিতাম, লেখা থাকে যা উপন্যাসে।
এমনি ভাবে কাটিত দিন, কাটিত মাস-বছর,
কবে বড় হব- হাল ধরিব গুনিতাম সেই প্রহর।
একদিন সেই দিনটি আসিল, কাটিয়ে মায়ার বাঁধন,
প্রবাস জীবনে পা রাখিলাম, ছাড়িলাম স্কুল প্রাঙ্গণ।
সেই হতে আজ এত বছর হল, তোমায় ভুলিনি কভু,
কত স্কুল-কলেজ দেখেছি বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ তুমি তবু।
সব সময় তুমি আছ হৃদয়ে, নিঃশ্বাসে-প্রশ্বাসে,
তোমার কাছে আসিতাম সেদিন, স্বপ্ন বুনার আশে।
আজও কতজনা আসে সেথায়, কত স্বপ্ন নিয়ে বুকে,
তুমি তাদের পৌঁছে দিও গো-তাদের স্বপ্ন লোকে।
এই স্কুলের ছাত্র ছিলাম, সে যে অ-নে-ক বছর আগে।
কত স্বপ্ন নিয়ে শপথ নিতাম, মানুষ হওয়ার একসাথে সকলে,
টিনের চালের লম্বা ঘরে, বসিতাম মোরা গাদাগাদি করে।
টিফিনের সময় স্কুল মাঠে, খেলিতাম কত খেলা,
সেই দিনগুলি কবে ছেড়েছি, সেই যে কিশোর বেলা।
বৃষ্টির দিনে ক্লাস ফাঁকা, গোল হয়ে সবে বসে,
কত যে মজার গল্প করিতাম, লেখা থাকে যা উপন্যাসে।
এমনি ভাবে কাটিত দিন, কাটিত মাস-বছর,
কবে বড় হব- হাল ধরিব গুনিতাম সেই প্রহর।
একদিন সেই দিনটি আসিল, কাটিয়ে মায়ার বাঁধন,
প্রবাস জীবনে পা রাখিলাম, ছাড়িলাম স্কুল প্রাঙ্গণ।
সেই হতে আজ এত বছর হল, তোমায় ভুলিনি কভু,
কত স্কুল-কলেজ দেখেছি বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ তুমি তবু।
সব সময় তুমি আছ হৃদয়ে, নিঃশ্বাসে-প্রশ্বাসে,
তোমার কাছে আসিতাম সেদিন, স্বপ্ন বুনার আশে।
আজও কতজনা আসে সেথায়, কত স্বপ্ন নিয়ে বুকে,
তুমি তাদের পৌঁছে দিও গো-তাদের স্বপ্ন লোকে।
Tags
ছড়া-কবিতা