কত রকম পাগল দেখি ভবের বাজার হাটে,
নানান বেশে ঘুরে বেড়াই শহরের পথে ঘাটে।
নগ্ন পাগল উলঙ্গ হইয়া সাধু ভাবে সর্বক্ষণ,
শয়তানের প্রকৃত রূপে ধরে বস্ত্রহীন ধরণ।
কিছু পাগল দেখিতে পাই লাল কাপড় পরে,
মাজারে সামনে গাজা খায় খুবি মজমা করে।
জিঞ্জির পাগল চলে ফিরে বেঁধে লোহার শিকল,
ভণ্ড পাগল জ্বিন সাধনে মিথ্যা বলে অবিকল।
ভিন্ন দেশের ভিন্ন পাগল পাগলের হয়না শেষ,
পাগলের পাগলামি দেখে খারাপ লাগে বেশ।
নানান বেশে ঘুরে বেড়াই শহরের পথে ঘাটে।
নগ্ন পাগল উলঙ্গ হইয়া সাধু ভাবে সর্বক্ষণ,
শয়তানের প্রকৃত রূপে ধরে বস্ত্রহীন ধরণ।
কিছু পাগল দেখিতে পাই লাল কাপড় পরে,
মাজারে সামনে গাজা খায় খুবি মজমা করে।
জিঞ্জির পাগল চলে ফিরে বেঁধে লোহার শিকল,
ভণ্ড পাগল জ্বিন সাধনে মিথ্যা বলে অবিকল।
ভিন্ন দেশের ভিন্ন পাগল পাগলের হয়না শেষ,
পাগলের পাগলামি দেখে খারাপ লাগে বেশ।
Tags
ছড়া-কবিতা