মুক্তা- বোতলজাত পানীয়

’মুক্তা’ একটি বিশুদ্ধ বোতলজাত পানীয়। বাংলাদেশের সেরা মিনারেল ওয়াটার। অথচ আমরা তার নামই জানি না। মুক্তার কোন বিজ্ঞাপন কেউ দেয় না। বানিজ্যিক কোন প্রসারও নেই। অথচ এই বাজারের সকল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে এটিই সেরা। বেশীর ভাগই আমরা জানি না এই সেরা পানীয় জলের কথা। এর বিশেষ বৈশিষ্ট্য হল এটি সরকার দ্বারা পরিচালিত এবং এর থেকে আয় হওয়া সব টাকা প্রতিবন্ধীদের সাহায্যে ব্যায় হয়। এটি গাজীপুরে অবস্থিত, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিচালিত হয়। এর বিশেষত্ব হল এ কারখানা সম্পূর্ণরূপে প্রতিবন্ধীদের দ্বারা চলে, কোন স্বাভাবিক, সুস্থ মানুষকে এখানে কাজ দেওয়া হয় না। আর এখান থেকে যে লাভ হয় তার পুরো অংশই প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়। সরকারি হাই লেভেলের মিটিং ও প্রোগ্রামগুলোতে এ পানি ব্যবহার করা হয়। সহজেই বুঝা যায় এটি কেমন বিশুদ্ধ হতে পারে অথচ দাম একই। কোন বিজ্ঞাপন না থাকার কারণে এর প্রসার ঘটছেনা, সেই সাথে প্রতি জেলায় জেলায় ডিলার দরকার। এক বোতল পানি কিনেও যদি এই পিছিয়ে পড়া মানুষগুলোর উপকার করতে পারি এতে ক্ষতি কি পানি তো আমরা কিনিই। অন্তত এ পানিতে কখনোই শেওলা বা ময়লা পাওয়ার সম্ভাবনা নেই, কেউ কারখানাটি দেখলে অবাক হবে এখানে কিভাবে পানি মাটির নিচ থেকে তোলা হয়, বিশুদ্ধ করা হয় এবং বোতলজাত করা হয়। অথচ মার্কেটিং এর অভাবে আমরা ৮৫-৯০% মানুষই এর সম্বন্ধে জানিনা।আমি এটা নিশ্চিত যে অন্য যে কোন কোম্পানির পানি থেকে এটি শতভাগ বিশুদ্ধ। অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে আপনিও প্রচার করুন। মুক্তা ড্রিংকিং ওয়াটার এর বিজ্ঞাপন হউক আমাদের টেলিভিশন এর এবং আপনাদের মাধ্যমে।
মুক্তা একটি বিশুদ্ধ বোতলজাত পানীয়


Post a Comment

Previous Post Next Post

Contact Form