একে একে বয়স আমার চল্লিশ হল পার,
জানিনা তো কত বছর আয়ু আছে আর।
সুখ- দুঃখ হাসি আনন্দে কাটালাম বহুদিন,
যোগ করেছি বছরগুলো ছিলাম ভাবনাহীন।
এখন থেকে খুলতে হবে বিয়োগের খাতা গুলি,
কমবে বছর বাড়বে বয়স শুন্য হবে মোর ঝুলি।
নিয়ম এটাই মানতেই হবে দুঃখ না মনে নিয়ে,
হাসি-আনন্দে আগের মতই যাব এগিয়ে।
আসুক জরা আসুক ব্যধি ভয় পাইনা কিছু,
সামনে আমি এগিয়ে যাব সময়ের পিছু পিছু।
একটাই তো মানব জীবন আনন্দে কাটাই ভাই,
বন্ধু তোরা সাথে থাকিস তোদের পাশে চাই।
দুঃখ যখন আসে মনে তোদের পাশে পেলে,
হাসি -আনন্দে সময় কাটে দুঃখ যাই ভুলে।
এমনি করে কাটাব সময় যে কয়টা দিন বাঁচি,
তোমরা আমি আমরা সবাই একই সাথে আছি।
না হয় নেই সেই উচ্ছলতা যৌবনেরই মত,
ধূসর হয়েছে রঙিন স্বপ্ন ছিল মনে যত।
তাই বলে কি স্বপ্ন আমি আঁকবো নারে ভাই,
আঁকতে থাকি মনের মতন নাইবা কিছু পাই।
জানিনা তো কত বছর আয়ু আছে আর।
সুখ- দুঃখ হাসি আনন্দে কাটালাম বহুদিন,
যোগ করেছি বছরগুলো ছিলাম ভাবনাহীন।
এখন থেকে খুলতে হবে বিয়োগের খাতা গুলি,
কমবে বছর বাড়বে বয়স শুন্য হবে মোর ঝুলি।
নিয়ম এটাই মানতেই হবে দুঃখ না মনে নিয়ে,
হাসি-আনন্দে আগের মতই যাব এগিয়ে।
আসুক জরা আসুক ব্যধি ভয় পাইনা কিছু,
সামনে আমি এগিয়ে যাব সময়ের পিছু পিছু।
একটাই তো মানব জীবন আনন্দে কাটাই ভাই,
বন্ধু তোরা সাথে থাকিস তোদের পাশে চাই।
দুঃখ যখন আসে মনে তোদের পাশে পেলে,
হাসি -আনন্দে সময় কাটে দুঃখ যাই ভুলে।
এমনি করে কাটাব সময় যে কয়টা দিন বাঁচি,
তোমরা আমি আমরা সবাই একই সাথে আছি।
না হয় নেই সেই উচ্ছলতা যৌবনেরই মত,
ধূসর হয়েছে রঙিন স্বপ্ন ছিল মনে যত।
তাই বলে কি স্বপ্ন আমি আঁকবো নারে ভাই,
আঁকতে থাকি মনের মতন নাইবা কিছু পাই।
Tags
ছড়া-কবিতা