অনেক বছর পরে—
কৈশোরেতে ফিরে গেলাম এক নিমেষের তরে,
এ যেন সেই আমার গাঁ মাঠের পাশের গাছ,
আমার আশায় দাড়িয়ে আছে যেন গাঁয়ের মাঝ।
আমার আসার খবর পেয়ে দুলিয়ে শাখা তার,
আহ্লাদেতে পড়ছে নুয়ে খুশিতে বার বার।
সঙ্গী আছে অস্ত-রবি রাঙিয়ে ললাট খানি,
খুশির খানিক আভা দিল আমার মুখে আনি।
কাশের দলে আদর করে ছুঁয়ে দিল পায়,
আলতো সুখের পরশ দিল মাঠ ভরা দূর্বায়,
সঙ্গী সাথী আরো যারা ছিল তাদের সাথে,
একটু ছোঁয়া পাবে বলে দাড়িয়ে ছিল পথে।
এতদিনের এত বয়স কোথায় গেল সরে,
আজকে আমি পৌঁছে গেছি আমার কৈশোরে।
ভুলে গেছি পৌঢ় আমি-নইকো ষোড়শী,
ক্ষনিকের এই ভুলে যাওয়ায় আমি ভীষণ খুশি।
একটু ক্ষনের এই যে খুশি আনন্দ আর হাসি,
ভুলিয়ে দিতে পারে মনের জমানো মেঘ রাশি।
কৈশোরেতে ফিরে গেলাম এক নিমেষের তরে,
এ যেন সেই আমার গাঁ মাঠের পাশের গাছ,
আমার আশায় দাড়িয়ে আছে যেন গাঁয়ের মাঝ।
আমার আসার খবর পেয়ে দুলিয়ে শাখা তার,
আহ্লাদেতে পড়ছে নুয়ে খুশিতে বার বার।
সঙ্গী আছে অস্ত-রবি রাঙিয়ে ললাট খানি,
খুশির খানিক আভা দিল আমার মুখে আনি।
কাশের দলে আদর করে ছুঁয়ে দিল পায়,
আলতো সুখের পরশ দিল মাঠ ভরা দূর্বায়,
সঙ্গী সাথী আরো যারা ছিল তাদের সাথে,
একটু ছোঁয়া পাবে বলে দাড়িয়ে ছিল পথে।
এতদিনের এত বয়স কোথায় গেল সরে,
আজকে আমি পৌঁছে গেছি আমার কৈশোরে।
ভুলে গেছি পৌঢ় আমি-নইকো ষোড়শী,
ক্ষনিকের এই ভুলে যাওয়ায় আমি ভীষণ খুশি।
একটু ক্ষনের এই যে খুশি আনন্দ আর হাসি,
ভুলিয়ে দিতে পারে মনের জমানো মেঘ রাশি।
Tags
ছড়া-কবিতা