পালকী চড়ে গাঁয়ের বধূঁ

চারঁ বেহাড়ার পালকী চড়ে গাঁয়ের বধূঁ যায়,
চোখের জলে বুক ভাসিয়ে ফিরে ফিরে চায়।
বাবা মায়ের চোখের মণি সবাইকে পর করে,
একা একা যায়রে বধূ স্বামীর নতুন ঘরে।
জংলী ফুলে মোড়ানো সেই মেঠো পথ ধরে,
মাটির মায়া ভুলতে বধূর চোখে শিশির ঝরে।
ঐ যে দীঘির কাজল জলে সারা দুপুর ভিজে,
সাঁতারে কিশোরী বউ তুলতো শালুক নিজে।
এ গাছ ও গাছ সে গাছ খুঁজে পাখির ছানা যত,
আদূরে হাত বুলিয়ে দিত ছোট্ট ডানায় কত।
নিজ গাঁ আজ ছাড়তে বধূর কষ্টে ভাঙ্গে মন,
অচেনাকে করতে এ যেন এক আয়োজন।
পালকী চড়ে গাঁয়ের বধূঁ | আমির হোসেন

Post a Comment

Previous Post Next Post

Contact Form