মতবাদ

এসেছে ভাদর কাঁদে ভোঁদর শ্রাবন দিয়েছে বান,
জীবন চলে কলার ভেলায় ধূর্ত শিয়ালে গায় গান।
গন্য মান্য সুনাম ধন্য বাজায় সারিন্দা,
তার্ণের নাউ ধীরে চলে ছড়ায় পরনিন্দা।
দলমত নির্বিশেষে বিবেক দিয়ে দেখ,
বান ভাসিদের বাচাঁ-মরা সব ভেদাভেদ রাখ।
সেবা শান্তি প্রগতি মানবতার হাত ধরে- এক প্রবাদ,
জনস্বার্থে মুক্ত হাত মানব সেবাই চাই না কোন মতবাদ।

Post a Comment

Previous Post Next Post

Contact Form