লাঞ্ছনা

গ্লানি লাঞ্ছনা কুরে খায় স্বপ্নের রাজহাঁস,
ক্লান্ত জীবন আজ শুধুই ধূসর পাতিহাঁস।
কেজো যাঁতাকলে আমি কেবল ইচ্ছের দাস,
ঘর সংসার- সে তো শুধুই বিষাক্ত নিঃশ্বাস।
হারিয়েছি শৈশব- হারিয়েছি সব !!
ভালোবাসা জাস্ট্ বিবর্ণ লুপ্তপ্রায় ইতিহাস।

আজ- এত দিন পর...

নির্জীব আকাশে ওড়ে রঙীন ফানুস,
বাড়িয়েছে হাত এক মনের মানুষ।
মুছে ফেলি সব দ্বিধা ক্লেদ মাখা দ্বন্দ,
হাসফাঁস হৃদয়ে আবার হারানো ছন্দ।
আমি আর সে আজ শুধুই দুর্নিবার,
মিলে মিশে মন দুটি মেখে একাকার।
আর একলা নয় আমার চলার রাস্তা,
‌মেঘ ভাঙা রদ্দুরে আমি- আর আমার ফেরেস্তা।

Post a Comment

Previous Post Next Post

Contact Form