আমার দেশ

সাগর নদী পাহাড় পর্বত এইতো আমার দেশ,
এই মাটিতে সোনার ফসল দেখতে লাগে বেশ।
সহজ সরল মায়া ভরা গ্রাম্যবাসীর মন,
মাঠে ফলে সোনার ফসল মধু ভরা বন।
পাক-পাখালী আপন মনে গায় বিধাতার গান,
ভাষার জন্য জীবন দিলো বাংলার শতশত সন্তান।
আঁকা বাঁকা মেঠে পথে কলসি নিয়ে কাকে,
গায়ের বধু যায় হেটে যায় তিতাস নদীর বুকে।
নীল আকাশ দেখে মন করে আনচান,
জীবন দিয়ে রাখবো বাংলার মান।

Post a Comment

Previous Post Next Post

Contact Form