ঐ ডাকে পাখী সব বাঁশ বাগানে,
মাথা তুলে প্রভাকর পূর্বের গগনে।
ভোর হলো রোদ হাসে উঠোনের কোনে,
অলস ভেঙে উঠে জনে জনে।
নদী ঘাট বিল মাঠ জেগে উঠে ভোরে,
কৃষাণ কৃষাণী জাগে তারও আগে।
ঐ শোন কান পেতে টুনটুনি ডাকে,
কতো ফুল ফুটে আছে বকুল শাকে।
মৌ মৌ গন্ধে মধুকর উড়ে,
দল বেঁধে উড়ে চলে মধু সঞ্চয়ে।
হৈ চৈ পরে গেছে গাঁয়ের পাটে,
ছোট ছোট ছেলে মেয়ে স্কুলে ছুঁটে।
ভোর হলো দোর খোল ডাকে দিনমণি,
অলস ভেঙে উঠে ভোরের গান শুনি।
মাথা তুলে প্রভাকর পূর্বের গগনে।
ভোর হলো রোদ হাসে উঠোনের কোনে,
অলস ভেঙে উঠে জনে জনে।
নদী ঘাট বিল মাঠ জেগে উঠে ভোরে,
কৃষাণ কৃষাণী জাগে তারও আগে।
ঐ শোন কান পেতে টুনটুনি ডাকে,
কতো ফুল ফুটে আছে বকুল শাকে।
মৌ মৌ গন্ধে মধুকর উড়ে,
দল বেঁধে উড়ে চলে মধু সঞ্চয়ে।
হৈ চৈ পরে গেছে গাঁয়ের পাটে,
ছোট ছোট ছেলে মেয়ে স্কুলে ছুঁটে।
ভোর হলো দোর খোল ডাকে দিনমণি,
অলস ভেঙে উঠে ভোরের গান শুনি।
Tags
ছড়া-কবিতা