পৃথিবীতে বড্ড বিরল এমন সোনা'র দেশ,
সত্যবাদীর গলায় দড়ি যেন গরু-মেষ।
সত্য কেন বললি বেটা,
জানিস না তুই বঙ্গ এটা!
রাখিস মনে বঙ্গদেশে সত্য বলা পাপ,
সত্যকথক আবর্জনা করবে ওরা সাফ।
আইনে এদেশ চলেনারে- টাকায় চলে আইন,
থাকলে টাকা তোর পিছনে- থাকবে লম্বা লাইন।
নামি দামি মসজিদ আছে- নেই মুসল্লির তেমন ভিড়,
জাম লেগেছে শিরিক খানায়- যেথায় আছে ভন্ড পীর।
ভেজালদের রাজত্ব চলে- নকলদের দখলে সকল কিছু,
চোরেরা বড় গলায় বলে- সাধুদের স্বর রাখতে হয় নিচু!
বদেরা হয় যে বড়ো পীর- ভদ্রদের চলতে হয় তাদের মেনে,
মানুষ নাই অমানুষের ভির- মানুষেরা থাকে পর্দা টেনে!
যুব সমাজ মগ্ন আছে মদ-ইয়াবা আর গাঞ্জায়,
পুলিশ আছে রাস্তাঘাটে ঘুষ নেওয়ার ধান্দায়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পাবলিকের জান যায়,
সংসদে কাম নাই মমতাজে গান গায়।
প্রতিবেশী যুদ্ধে সাহায্যের দাম পায়,
সোনার বাংলার স্বাধীনতা- এই আছে, এই যায়।
সত্যবাদীর গলায় দড়ি যেন গরু-মেষ।
সত্য কেন বললি বেটা,
জানিস না তুই বঙ্গ এটা!
রাখিস মনে বঙ্গদেশে সত্য বলা পাপ,
সত্যকথক আবর্জনা করবে ওরা সাফ।
আইনে এদেশ চলেনারে- টাকায় চলে আইন,
থাকলে টাকা তোর পিছনে- থাকবে লম্বা লাইন।
নামি দামি মসজিদ আছে- নেই মুসল্লির তেমন ভিড়,
জাম লেগেছে শিরিক খানায়- যেথায় আছে ভন্ড পীর।
ভেজালদের রাজত্ব চলে- নকলদের দখলে সকল কিছু,
চোরেরা বড় গলায় বলে- সাধুদের স্বর রাখতে হয় নিচু!
বদেরা হয় যে বড়ো পীর- ভদ্রদের চলতে হয় তাদের মেনে,
মানুষ নাই অমানুষের ভির- মানুষেরা থাকে পর্দা টেনে!
যুব সমাজ মগ্ন আছে মদ-ইয়াবা আর গাঞ্জায়,
পুলিশ আছে রাস্তাঘাটে ঘুষ নেওয়ার ধান্দায়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পাবলিকের জান যায়,
সংসদে কাম নাই মমতাজে গান গায়।
প্রতিবেশী যুদ্ধে সাহায্যের দাম পায়,
সোনার বাংলার স্বাধীনতা- এই আছে, এই যায়।
Tags
ছড়া-কবিতা