পথে পথে অমানুষের আনাগোনা কি করিব হায়,
পথের মাঝে নুইয়ে পরা আমরা কত যে অসহায়।
কত মানুষ কতো রুপে কাকেরও আছে মিল,
অথচঃ আমরা মানুষ আমাদেরই মাঝে কত অমিল।
কেউ খুঁজে ধর্মের বানী কেউবা নিজের স্বার্থ,
তবে এ কেমন জীব আসল-নকল ছিনতে ব্যার্থ?
স্বার্থের ব্যবসায় ধর্ম কর্মে সব ব্যবসার সমাগম,
নির্বোধ মানুষ নিজের স্বার্থে করে সর্বদায় হজম,
পরকালের কথা কেউ না ভেবে চলে স্বার্থ হরদম।
পাগল ভেবে দিবে গালি আবার কেউ বা নিবে মজা,
আমার তাতে কি আর আসে যায়? যে সে দিবে সাঁজা।
গর্দভ তুমি, নিৰ্ব্বোধ তুমি, করিয়া সুদের দালালি,
মরার পরে বুঝবে তখন পারলে সেখানেও করো দলাদলি।
পথের মাঝে নুইয়ে পরা আমরা কত যে অসহায়।
কত মানুষ কতো রুপে কাকেরও আছে মিল,
অথচঃ আমরা মানুষ আমাদেরই মাঝে কত অমিল।
কেউ খুঁজে ধর্মের বানী কেউবা নিজের স্বার্থ,
তবে এ কেমন জীব আসল-নকল ছিনতে ব্যার্থ?
স্বার্থের ব্যবসায় ধর্ম কর্মে সব ব্যবসার সমাগম,
নির্বোধ মানুষ নিজের স্বার্থে করে সর্বদায় হজম,
পরকালের কথা কেউ না ভেবে চলে স্বার্থ হরদম।
পাগল ভেবে দিবে গালি আবার কেউ বা নিবে মজা,
আমার তাতে কি আর আসে যায়? যে সে দিবে সাঁজা।
গর্দভ তুমি, নিৰ্ব্বোধ তুমি, করিয়া সুদের দালালি,
মরার পরে বুঝবে তখন পারলে সেখানেও করো দলাদলি।
Tags
ছড়া-কবিতা