সুখ

সারাজীবন কাটালাম আমি খুজতে গিয়ে সুখ,
সেথায় খোজে বেড়াই সেই পুরনো প্রিয় মুখ।
ছোট্ট বেলায় সুখ খুজেছি মায়ের কোলে গিয়ে,
একটু খানি বয়স বাড়তেই গেল তা হারিয়ে।
কৈশোরে খুজেছি সুখ খেলার সাথীর সনে,
প্রজাপতি হয়ে আমি ঘুরেছি ফুলের বনে।
যৌবনে খুজতাম সুখ কত রঙে-ঢঙে,
সুখ পাখিটা থাকে যেন আমার সঙ্গে সঙ্গে।
দাম্পত্য জীবনে সুখ খুজেছি জীবন সাথীর মাঝে,
সংসারেতে সুখ খুজেছি নিত্যদিনের কাজে।
বাবা হয়ে সুখ খুজেছি সন্তানেরই মুখে,
কান্না হাসি সব পেয়েছি সন্তানের সুখে।
সুখ খুজতে খুজতে আমি এলাম এই বেলা,
কখন জানি শেষ হবে এই সুখ খোজা খেলা।

Post a Comment

Previous Post Next Post

Contact Form