কালো মেয়ে

একটি মেয়ে কালো হলে করে তাকে হেলা,
সারাদিন চুপ থাকে দুঃখে কাটে বেলা।
মেয়েটা সুধু ভাবতে থাকে হলাম কেন কালো?
বাবা-মা সবাই বলে মনটা তার ভাল।
বন্ধুরা যখন এদিক সেদিক ঘুরে ফিরে আয়,
মেয়েটা তখন একলা ঘরে বন্দি থেকে যায়।
কালো বলে সমাজের মানুষ হেলা যখন করে,
ঘরে ফিরে মেয়েটা তখন কান্নায় ভেংগে পরে।
এই সমাজে কালো হয়ে জন্মানো কি ভূল?
কালো মেয়ে বলে হারাবে একুল-ওকুল দুকূল।
কালো বলে আর কতদিন করবে বল হেলা,
কালো আছে বলেই দেখ আলো করে খেলা।
যে শিখাটি জ্বলে প্রদীপ আলোক করে দান,
সেই শিখাটির নীচে দেখ কালোর অবস্থান।
দিনে আলো জ্বেলে বল আছে কি দরকার?
কালো রাতেই দেখি কত আলোরই বাহার।
কালো কালো করে কত মুখ বেকিয়ে বলি,
কালো চুল পাকলে কেন কলপ দিয়ে চলি।
কালো যদি এতই কালো তবে কেন আর,
কাজল কালো চোখ দেখে প্রেম জাগে সবার।
কালো যদি অশুভ আর হেলার কিছু হয়,
স্কুলেতে লেখার বোর্ডটি কালো কেন রয়।
আলোর পাশে যদি আর নাহি থাকে কালো,
জ্যোতিহীন হবে সেই জ্যোতির্ময়ী আলো।
আলো আর কালো তাই থাক না পাশাপাশি,
যেমন করে আঁধার ঘুচায় দিনমনি আসি।
black-women কালো মেয়ে | আমির হোসেন

Post a Comment

Previous Post Next Post

Contact Form