স্বাধীনভাবে উড়ে পাখি ডানা মেলে আকাশ তলে,
কোন চিন্তা নেই তো তার আপন মনে উড়ে চলে।
যেথায় খুশি সেথায় যায় কোনো বাধা নেই তো তার,
উড়ে চলে খেয়াল মত দেশ হতে দেশ-দেশান্তর।
সেই পাখিকে বন্দী করে রাখো যদি সোনার খাঁচায়,
সোনার শিকল পরাও পায়ে খেতে দাও সোনার থালায়।
ঝাপটা ঝাপটি করবে পাখি খুলতে চাইবে শিকল খানা,
উড়তে চাইবে নীল আকাশে মেলে তার দু'টি ডানা।
স্বাধীনতায় সুখ যে বড় বন্দী দশায় নেই তো তা,
যতই থাকুক সোনার শিকল কিংবা ছোট সোনার খাঁচা।
আমি এখন বন্দী পাখি অদৃশ্য শিকল আছে পায়,
উড়তে আমি পারিনা যে বন্দি আছি সোনার খাঁচায়।
সকাল-দুপুর পার হয়ে যায় ক্লান্তি নিয়ে আসে বিকাল,
একাকিত্বে রাত কেটে যায় আবার আসে অন্য সকাল।
এমনি করে মাস কেটে যায় বছর যায় একই ভাবে,
সোনার খাঁচায় বসে ভাবি এই ভাবে কি জীবন যাবে।
বন্দী হয়ে আমি এখন ভুলেই গেছি মেলতে ডানা,
শেখানো বুলি উড়ে চলি নিজের ভাষা নেইতো জানা।
এ জীবন তো চাইনি আমি চাই নি এমন নিরাপত্তা,
স্বাধীনভাবে বাঁচতে চাই ফিরিয়ে দাও আমার স্বাধীনতা।
কোন চিন্তা নেই তো তার আপন মনে উড়ে চলে।
যেথায় খুশি সেথায় যায় কোনো বাধা নেই তো তার,
উড়ে চলে খেয়াল মত দেশ হতে দেশ-দেশান্তর।
সেই পাখিকে বন্দী করে রাখো যদি সোনার খাঁচায়,
সোনার শিকল পরাও পায়ে খেতে দাও সোনার থালায়।
ঝাপটা ঝাপটি করবে পাখি খুলতে চাইবে শিকল খানা,
উড়তে চাইবে নীল আকাশে মেলে তার দু'টি ডানা।
স্বাধীনতায় সুখ যে বড় বন্দী দশায় নেই তো তা,
যতই থাকুক সোনার শিকল কিংবা ছোট সোনার খাঁচা।
আমি এখন বন্দী পাখি অদৃশ্য শিকল আছে পায়,
উড়তে আমি পারিনা যে বন্দি আছি সোনার খাঁচায়।
সকাল-দুপুর পার হয়ে যায় ক্লান্তি নিয়ে আসে বিকাল,
একাকিত্বে রাত কেটে যায় আবার আসে অন্য সকাল।
এমনি করে মাস কেটে যায় বছর যায় একই ভাবে,
সোনার খাঁচায় বসে ভাবি এই ভাবে কি জীবন যাবে।
বন্দী হয়ে আমি এখন ভুলেই গেছি মেলতে ডানা,
শেখানো বুলি উড়ে চলি নিজের ভাষা নেইতো জানা।
এ জীবন তো চাইনি আমি চাই নি এমন নিরাপত্তা,
স্বাধীনভাবে বাঁচতে চাই ফিরিয়ে দাও আমার স্বাধীনতা।
Tags
ছড়া-কবিতা