পরবাস

স্বদেশের মায়া ছেড়ে স্বজনের প্রীতি ঝেড়ে- প্রবাসে আমার বাস,
মরুভূমি বালুচরে দেহ বেয়ে ঘাম ঝরে- তবু বলি মনটাকে হাস।
কাজে কর্মে দিন চলে যায়- জীবন তো মোর শেষ,
শত কষ্টকে আরাল করে বলি- আছি তো মাগো বেশ।
সারাটি বছর ধরে আছে- বুকে চাপা কত দুখ,
তবুও যে মুখে মুখে বলি- পরবাসে কত সুখ!
প্রবাসে এসে গেলাম ফেসেঁ মুক্তি মেলেনা জীবনে,
দিয়েছি ঠেলে জীবণটাকে অন্ধকার ঘন পথগমণে।
যাহা চেয়েছি হয়নি তাহা হবে কি না কোন দিন?
একে একে কবে হবে শোধ চাওয়া পাওয়ার ঋণ।
প্রবাস সময় শেষের পথে চিন্তা এখন কি যে করি?
মহামূল্যবাণ সময় পার হলো কিভাবে যে হাল ধরি?
অনেক স্বপ্ন মোর চোখে মুখে আজ আছি তারই প্রত্যাশা,
হে মহান প্রতিপালক পূরণ করে দাও মোর সকল আশা।

Post a Comment

Previous Post Next Post

Contact Form