কারো কাজে এলাম না প্রবাসে এসে গেলাম ফেঁসে
এই জীবন ঠেলে দিয়েছি অন্ধকার এক পথগমনে।
যা চেয়েছি হয়নি তাহা হবেনা আর কোন দিন,
জীবন সময় গেলো চলে দেখা হয়নি সেই সুদিন।
প্রবাস সময় শেষের পথে চিন্তা এখন কি করি?
বয়স গতি ভাসিয়ে নিল কিভাবে যে কুল ধরি ?
অসুস্থ মোর দেহখানা শ্রমের যোগ্য নয় বুঝি,
স্বদেশ গিয়ে কি হবে মোর? নেই কোন মোর পূঁজি।
এমন একটা কর্মের খোঁজে সহজে মোর আসবে রুজি,
বিদেশ বিভূঁইয়ে বসে যে তাই উপার্জনের সে পথ খুঁজি।
স্বদেশ গিয়ে পাবোনা সেই সহজ কোন আয়ের পথ,
পূঁজিবিহীন কিভাবে মোর চলবে সেথায় জীবন রথ?
ভেবে চিন্তে রয়েছি বসে বিদেশ নামক জেলখানায়,
খুঁজে যাচ্ছি আয়ের পথ সেই অসুস্থ দেহে যা মানায়।
স্বদেশ গমন চিন্তা আমার আসেনা তাই মনে,
যাকনা চলে জীবনখানি বিদেশ নামের বৃন্দাবনে।
এই জীবনের আশার তরী কুলে এসে ভিড়লো না,
ডুবছে বেলা জীবন সংগ্রামে কিছুই করা হলোনা।
আফসোস নেই জীবনে মোর স্বজন কাছে পেলাম না,
আফসোস শুধু এই যে আমার কারো কাজে এলাম না।
এই জীবন ঠেলে দিয়েছি অন্ধকার এক পথগমনে।
যা চেয়েছি হয়নি তাহা হবেনা আর কোন দিন,
জীবন সময় গেলো চলে দেখা হয়নি সেই সুদিন।
প্রবাস সময় শেষের পথে চিন্তা এখন কি করি?
বয়স গতি ভাসিয়ে নিল কিভাবে যে কুল ধরি ?
অসুস্থ মোর দেহখানা শ্রমের যোগ্য নয় বুঝি,
স্বদেশ গিয়ে কি হবে মোর? নেই কোন মোর পূঁজি।
এমন একটা কর্মের খোঁজে সহজে মোর আসবে রুজি,
বিদেশ বিভূঁইয়ে বসে যে তাই উপার্জনের সে পথ খুঁজি।
স্বদেশ গিয়ে পাবোনা সেই সহজ কোন আয়ের পথ,
পূঁজিবিহীন কিভাবে মোর চলবে সেথায় জীবন রথ?
ভেবে চিন্তে রয়েছি বসে বিদেশ নামক জেলখানায়,
খুঁজে যাচ্ছি আয়ের পথ সেই অসুস্থ দেহে যা মানায়।
স্বদেশ গমন চিন্তা আমার আসেনা তাই মনে,
যাকনা চলে জীবনখানি বিদেশ নামের বৃন্দাবনে।
এই জীবনের আশার তরী কুলে এসে ভিড়লো না,
ডুবছে বেলা জীবন সংগ্রামে কিছুই করা হলোনা।
আফসোস নেই জীবনে মোর স্বজন কাছে পেলাম না,
আফসোস শুধু এই যে আমার কারো কাজে এলাম না।
Tags
ছড়া-কবিতা