প্রবাস জীবন

প্রবাস জীবন মাগো সহিতে না পারি,
নিয়তি আমার সাথে ধরিয়াছে আড়ি।
বয়ে যায় দিন আর কেঁটে যায় বেলা,
এখানে সবাই মাগো করে অবহেলা।
সারাদিন কাজ করি তবু নাহি মান,
এদের চোখেতে মোরা নাহিতো সমান।
ছোট জাতি বলে মোদের দেয় তারা গালি,
গর্বের দেশ মোদের তবুও ওদের বলি।
তোমার মান যে মাগো সমন্নত রাখি,
ছিঁড়ে যায় হৃদয় কণা জ্বলে ভরে আখি।
যৌবন কালেরে দুপায়ে পদলিত করে,
অভাব দানবটারে বিসর্গ করি মোরে।
সুউচ্চ প্রাসাদ আর রাজোকিও ঘর,
কিছুই লাগেনা ভাল সবাইকে করে পর।
অনেক কেঁদেছি মাগো আর পারিনা,
কাঁদলেও চোখের কণে পানি আসেনা।
কাঁদিতে কাঁদিতে মাগো চোখে নাহি দেখি,
তোমার ছেলের চেয়ে কে আছে আর সুখী।
যে দেশের ছোয়া পেলে মায়ের পরশ মেলে,
কে দেবে আমায় ওরে সেই বাংলা মায়ের কুলে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form