কাঁন্নার নোনা জলে ভাসিয়ে দু’চোখ বিনিদ্রা প্রহর কাটিয়ে নিত্যদিন,
প্রবাসের নীড়ে খুঁজি শান্তি জীবনক কষ্টের সাগরে ভেসে বিরতিহীন।
কাঁদে চোখ কাঁদে প্রাণ কাঁদে মন দেশের টানেই শুধু মোর,
অভিনয় করে যাই সুখে থাকার সুখ নেই জীবনে তো কষ্টে ভরপুর।
হাসি মুখ নিয়ে চলি যদিও থাকি আমি শান্তিবিহীন–
শান্তি-সুখের দেখা হয়না কভু,
ফিরে তাকায়না কখনো প্রভু,
প্রবাস জীবনে করে যাই কর্ম তবু এই আমি বিরতি বিহীন।
একা একা কাটাই প্রবাস জীবন এই যে আমার নিয়তির লেখা,
জানি অভিসপ্ত এই জীবনখানি তবুও চলে সুখ-শান্তির স্বপ্ন দেখা।
আশার মাঝেই কাটাই বেলা স্বপ্ন দেখি প্রতিদিন–
আশায় আমার বুক যে ভরা,
স্বপ্নজগত আর দেয়না ধরা,
এক বুক স্বপ্ন নিয়ে তবুও ঘুরছি আমি বিরামহীন।
প্রবাসের নীড়ে খুঁজি শান্তি জীবনক কষ্টের সাগরে ভেসে বিরতিহীন।
কাঁদে চোখ কাঁদে প্রাণ কাঁদে মন দেশের টানেই শুধু মোর,
অভিনয় করে যাই সুখে থাকার সুখ নেই জীবনে তো কষ্টে ভরপুর।
হাসি মুখ নিয়ে চলি যদিও থাকি আমি শান্তিবিহীন–
শান্তি-সুখের দেখা হয়না কভু,
ফিরে তাকায়না কখনো প্রভু,
প্রবাস জীবনে করে যাই কর্ম তবু এই আমি বিরতি বিহীন।
একা একা কাটাই প্রবাস জীবন এই যে আমার নিয়তির লেখা,
জানি অভিসপ্ত এই জীবনখানি তবুও চলে সুখ-শান্তির স্বপ্ন দেখা।
আশার মাঝেই কাটাই বেলা স্বপ্ন দেখি প্রতিদিন–
আশায় আমার বুক যে ভরা,
স্বপ্নজগত আর দেয়না ধরা,
এক বুক স্বপ্ন নিয়ে তবুও ঘুরছি আমি বিরামহীন।
Tags
ছড়া-কবিতা