মানুষ ভুলে যায় সব, ভুলে যায় অতীত,
ভুলে যায় খোদা, খোদার ছায়া ও মায়া।
আল্লাহর গড়া দেহকে,
মানুষ সব গড়ে বেহকে!
মানুষতো কেমনে দিনে দিনে হয় অমানুষ,
মানুষ হয়ে মানুষ উড়ায় মিথ্যে ফানুস।
বুনে মায়া -মিথ্যের জাল করে নাজেহাল,
কি হবে তার হাল? এইতো মানুষ।
মানুষ ভুলে যায় সব, ভুলে যায় মাথা নত করা,
বলে কি লাভ হবে এসব করার?
মানুষ ভুলে না আহার কর্ম জীবিকার
বোঝে না ঠকার!
মানুষ হারায় না হুশ,
আমার আমার বলে বেহুশ।
আসলে মানুষ বড় অমানুষ!
মানুষ ভুলে না জৈবিক চাহিদা, কোনো চাহিদা।
শুধু মানুষের এক পৃথিবী ক্ষুধা।
মানুষ মানুষের পেটে জন্ম ভুলে যায় মানুষ
এ কেমন মানুষ?
তুমি আমি মানুষ!
চলো চিমটি মেরে দেখি সত্যিই কি মানুষ,
মিথ্যে মানুষ, মুখোশ মানুষ, প্রতারক মানুষ,
ভাল মানুষ দুস্কর!
ভাবনা আমার দিন- প্রভু কাকে দিবে অস্কার?
এ সব অসহায় মানুষ, অযোগ্য মানুষ
চরিত্রহীন লম্পট মানুষ!
এত মনুষের ভিড়ে আমি কোথায় পাই আসল মানুষ?
হে আল্লাহ- তুমি আবার মানুষ তৈরী করো, ভালো মানুষ।
ভুলে যায় খোদা, খোদার ছায়া ও মায়া।
আল্লাহর গড়া দেহকে,
মানুষ সব গড়ে বেহকে!
মানুষতো কেমনে দিনে দিনে হয় অমানুষ,
মানুষ হয়ে মানুষ উড়ায় মিথ্যে ফানুস।
বুনে মায়া -মিথ্যের জাল করে নাজেহাল,
কি হবে তার হাল? এইতো মানুষ।
মানুষ ভুলে যায় সব, ভুলে যায় মাথা নত করা,
বলে কি লাভ হবে এসব করার?
মানুষ ভুলে না আহার কর্ম জীবিকার
বোঝে না ঠকার!
মানুষ হারায় না হুশ,
আমার আমার বলে বেহুশ।
আসলে মানুষ বড় অমানুষ!
মানুষ ভুলে না জৈবিক চাহিদা, কোনো চাহিদা।
শুধু মানুষের এক পৃথিবী ক্ষুধা।
মানুষ মানুষের পেটে জন্ম ভুলে যায় মানুষ
এ কেমন মানুষ?
তুমি আমি মানুষ!
চলো চিমটি মেরে দেখি সত্যিই কি মানুষ,
মিথ্যে মানুষ, মুখোশ মানুষ, প্রতারক মানুষ,
ভাল মানুষ দুস্কর!
ভাবনা আমার দিন- প্রভু কাকে দিবে অস্কার?
এ সব অসহায় মানুষ, অযোগ্য মানুষ
চরিত্রহীন লম্পট মানুষ!
এত মনুষের ভিড়ে আমি কোথায় পাই আসল মানুষ?
হে আল্লাহ- তুমি আবার মানুষ তৈরী করো, ভালো মানুষ।
Tags
ছড়া-কবিতা