তোমরা যারা দূরে আছ ছেড়ে মাটির মায়া,
একা একা কাটাচ্ছ দিন দেখনা দেশের ছায়া।
আয় করতে বিদেশী টাকা দেহ করছ ক্ষয়,
ভাবছ, যাতে আপন জনেরা সুখ শান্তিতে রয়।
বাবা-মা, ভাই বোন আর আত্মীয় স্বজন,
এরাই তোমার আপনার লোক তোমার প্রিয়জন।
তাদের মুখটি মনে করে খাটছ দিন রাত,
তাদের সুখের জন্যে তুমি করছ জীবনপাত।
ধন্য তুমি মায়ের ছেলে বোনের আদরের ভাই,
তোমার ত্যাগের তুলনা তো আর কিছুতে নাই।
তোমার গর্বে গর্বিত আজ তোমার বাবা-মা ভাই,
খুশিতে আজ দিশে হারা সুখের অন্ত নাই।
শত কষ্টে পাঠাও টাকা রক্ত করে জল,
বুঝতে কভু দাওনা এটা কত কষ্টের ফল।
নিজে কষ্টে থেকেও তুমি পাঠাচ্ছ টাকা দেশে,
সেই টাকাতে আত্মীয়রা ঘুরছে বাবু বেশে।
আজকে তোমার শক্তি আছে করছ টাকা আয়,
কিছু তুমি রাখছ না তো সবই করছ ব্যয়।
যেদিন তোমার ফুরাবে বল কোন আয় নাই,
কেউ রবে না পাশে সেদিন ছেড়ে যাবে সবাই।
নিজের কথা ভাব একটু সময় থাকতে এই বেলা,
কি যে হবে সেদিন তোমার রইবে যেদিন একেলা।
একা একা কাটাচ্ছ দিন দেখনা দেশের ছায়া।
আয় করতে বিদেশী টাকা দেহ করছ ক্ষয়,
ভাবছ, যাতে আপন জনেরা সুখ শান্তিতে রয়।
বাবা-মা, ভাই বোন আর আত্মীয় স্বজন,
এরাই তোমার আপনার লোক তোমার প্রিয়জন।
তাদের মুখটি মনে করে খাটছ দিন রাত,
তাদের সুখের জন্যে তুমি করছ জীবনপাত।
ধন্য তুমি মায়ের ছেলে বোনের আদরের ভাই,
তোমার ত্যাগের তুলনা তো আর কিছুতে নাই।
তোমার গর্বে গর্বিত আজ তোমার বাবা-মা ভাই,
খুশিতে আজ দিশে হারা সুখের অন্ত নাই।
শত কষ্টে পাঠাও টাকা রক্ত করে জল,
বুঝতে কভু দাওনা এটা কত কষ্টের ফল।
নিজে কষ্টে থেকেও তুমি পাঠাচ্ছ টাকা দেশে,
সেই টাকাতে আত্মীয়রা ঘুরছে বাবু বেশে।
আজকে তোমার শক্তি আছে করছ টাকা আয়,
কিছু তুমি রাখছ না তো সবই করছ ব্যয়।
যেদিন তোমার ফুরাবে বল কোন আয় নাই,
কেউ রবে না পাশে সেদিন ছেড়ে যাবে সবাই।
নিজের কথা ভাব একটু সময় থাকতে এই বেলা,
কি যে হবে সেদিন তোমার রইবে যেদিন একেলা।
Tags
ছড়া-কবিতা