নেক আমলের প্রতিদান

আল্লাহ তিনি আরশে সমাসীন অদ্বিতীয় রব,
তিনি কারো ধার ধারেনা তাহার মুখাপেক্ষী সব।
তিনি কাউকে জন্ম দেননি কেউ নয় তার পুত্র,
জগৎতে সব সৃষ্টি তার ভালোবাসার সূত্র।
রবের কোন নেই পরিবার নয় কারো সে সন্তান,
এসব বিষয় থেকে তিনি মহাপবিত্র সোবহান।
করুণাময় আল্লাহ তিনি শিক্ষা দিলেন আল কোরআন,
আকাশ করলেন সমুন্নত রেখে দিলেন সপ্তম আসমান।
আকাশ আর সবুজ জমিন সৃষ্টিতে তিনি দক্ষ,
এ জগতের কেউ হবেনা কভূ তাহার সমকক্ষ।
তৃণলতা বৃক্ষাদি সব সর্বদা তার সিজদারত,
মানুষের তরে এই পৃথিবী ফল- মূল আর শস্য যত।
মানুষ সৃষ্টি মৃত্তিকা আর জীন সৃষ্টি অগ্নি শিখা,
জানেনা অদৃশ্য আর কি আছে তার ভাগ্যে লিখা।
অস্তকালের মালিক তিনি উদয়কালও তার,
কোন নেয়ামত করবে তুমি মিথ্যা কিংবা অস্বীকার ?
পাশাপাশি দুই দরিয়া কে আছে তার অন্তরালে,
কি করে তা মিথ্যা বলো কোন ক্ষমতার বলে?
যেদিন অগ্নি বৃষ্টি হবে কিভাবে করবে প্রতিহত,
যেদিন আকাশ ভেঙে হবে রক্ত বর্ণে রঞ্জিত।
হে জীন আর মানব সকল কোন ক্ষমতার বলে ?
সাধ্য থাকে যাও তো দেখি ভূ-মন্ডল ছেড়ে চলে।
কোন অপরাধ করছো কোথায় জিজ্ঞেস নাহি করা হবে,
অপরাধীর পরিচয় তার চেহারাতে ফুটে রবে।
তাদের মাথার চুল ধরে আর পা দুটিকে টেনে নিয়ে,
করতো যারা অস্বীকার সেদিন জাহান্নামে পড়বে গিয়ে।
জাহান্নামের খাদ্য হবে আগুন আর গরম পানি,
আল্লাহকে ভয় করে যে তাদের জন্য উদ্যান জানি।
যে উদ্যানে বয়ে যাবে শীতল নদী ঝর্ণাধারা,
হরেক রকম ফল যেখানে মন চাইলেই যাবে পারা।
রেশমি সুভাষ পোশাক পড়ে হেলান দিয়ে বসে রবে,
আরো আছে রমণীগণ কে দেখেছো কোথাও কবে?
চাইলে তুমি পেতে পারো আরো দুটি পূর্ণ বাগান,
এটাই হলো সত্য সঠিক নেক আমলের প্রতিদান।

Post a Comment

Previous Post Next Post

Contact Form