আমাদের মেটে পথ চলে বাঁকে বাঁকে,
একটুকু বৃষ্টি হলেই হাঁটুজল থাকে।
পাড় হয়ে যায় মানুষ পার হয় গাড়ি,
দুইধারে নালা-পুকুর নিচু তার পাড়ি।
আষাঢ়ে বাদল নামে পথে ভর ভর,
মাতিয়া ছুটিয়া চলে পথ অকাতর।
মহাবেগে কলকল কোলাহল ওঠে,
বৃস্টির পানি গুলো ঘুরে ঘুরে ছোটে।
দুই কূলে পথে পথে পড়ে যায় সাড়া,
বর্ষার উৎসবে সবাই খায় ধরা।
ধিক ধিক করে সবাই সবখানে কাঁদা,
বড় বড় গাড়ী চলে কেউ দেয় না বাধা।
কিচিমিচি করে সখা যেন শালিকের ঝাঁক,
রাতে উঠে থেকে থেকে শেয়াল কুকুরের হাঁক।
আর নেই গাছ পালা আমবন তালবন বলে,
গ্রাম এখন শহরে তৈরী ইটের আদলে।
একটুকু বৃষ্টি হলেই হাঁটুজল থাকে।
পাড় হয়ে যায় মানুষ পার হয় গাড়ি,
দুইধারে নালা-পুকুর নিচু তার পাড়ি।
আষাঢ়ে বাদল নামে পথে ভর ভর,
মাতিয়া ছুটিয়া চলে পথ অকাতর।
মহাবেগে কলকল কোলাহল ওঠে,
বৃস্টির পানি গুলো ঘুরে ঘুরে ছোটে।
দুই কূলে পথে পথে পড়ে যায় সাড়া,
বর্ষার উৎসবে সবাই খায় ধরা।
ধিক ধিক করে সবাই সবখানে কাঁদা,
বড় বড় গাড়ী চলে কেউ দেয় না বাধা।
কিচিমিচি করে সখা যেন শালিকের ঝাঁক,
রাতে উঠে থেকে থেকে শেয়াল কুকুরের হাঁক।
আর নেই গাছ পালা আমবন তালবন বলে,
গ্রাম এখন শহরে তৈরী ইটের আদলে।
Tags
ছড়া-কবিতা