ভন্ডপীর

একবার এক ব্যাক্তি খুব অভাবে পড়লো। কোন পথ না পেয়ে এক পীর ধরলো। পীর তার মুরিদকে একটা গাধা উপহার দিলেন। মুরিদতো মহা খুশি। তিনি খুব যত্নসহকারে গাধাটিকে পালতে লাগলেন। গাধাটিকে দিয়ে সে বোঝা বহন করাতো আর ভালো রোজগারই করতো। কিন্তু একদিন বাজার থেকে আসার পথে গাধাটি মারা গেলো। মুরিদতো চিন্তায় পড়ে গেলেন, এটা তার ওস্তাদের গাধা। এভাবে রাখলে গন্ধে মানুষের কষ্ট হবে। পথের ধারে ঝোপের পাশে গাধাটাকে সমাহিত করলো। এরপর পাশে বসে গাধার শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন। ওখান দিয়ে যেই যায় লোকটিকে কাঁদতে দেখে, মহান ব্যক্তির কবর মনে করে কিছু দান করতে শুরু করলো। গাধার মালিক তো অবাক! এই গাধা তো মরে যাওয়ার পরও তাকে ইনকাম দিচ্ছে। তখনি মুরিদের মাথায় আসলো অাসল কু-বুদ্ধিটা। সে কবরটিকে লাল কাপড় দিয়ে ঢেকে দিলো। এখন সেই কবর আর কবর রইলো না, হয়ে গেল মাজার। অল্প কিছু দিনে মধ্যেই মাজার বেশ জমজমাট হয়ে গেলো। হাজার হাজার মুরিদের আর্বিভাব ঘটলো। নতুন মাজারের কথা একদিন তার পীর জানতে পারলো এবং তাকে ডেকে পাঠাল। যাই হোক পীরের কাছে তো আর মিথ্যা বলা যায় না। তাই তিনি সব খুলে বললেন। এই ঘটনা শুনে তার পীর বললো:- চিন্তা করিস না, তোর এখানে যার মাজার, আমার এখানে তার মায়ের মাজার। এই হলো দেশের অবস্থা!

Post a Comment

Previous Post Next Post

Contact Form