এক দেশে ছিল এক রাজা, একদিন রাজার মৎস শিকারের সখ হলো। রাজা আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞাস করলো, আমি মৎস শিকারে যেতে চাই, আজকের আবহাওয়া কেমন থাকবে? সে বল্লো আজকে সুন্দর উজ্জল চমৎকার আবহাওয়া থাকবে জাহাপনা, আপনি যেতে পারেন। রাজা বের হলেন। রাজা যখন সাগর পাড়ে গেলেন, সাগর পাড়ে এক জেলে ছাগল ছড়াচ্ছিলে, সে বলেন মহারাজ আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন? একটু পরে তো বৃষ্টি হবে! রাজা বল্লেন বেটা জেলের বাচ্চা তুই কি জানিস? আমি আবহাওয়ার খবর জেনেই এসেছি।
রাজা সাগরে গেলেন, কিছুক্ষন পর শুরু হলো ঝুম বৃষ্টি। রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করে, ঐ জেলেকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন। জেলে পড়লো বিপদে, সেতো আবহাওয়ার কিছুই জানেনা। রাজ দরবারে গিয়ে জেলে বল্লো- মহারাজ আমাকে যেতেদিন, আমি আসলে আবহাওয়ার কিছু জানিনা। রাজা বল্লো- তাহলে ঐদিন আবহাওয়ার সঠিক খবর তুই কি করে দিলি। জেলে উত্তর দিল- মহারাজ, সেখানে আমার কোন কৃতিত্ব ছিলনা। সব কৃতিত্ব আমার ছাগলের। বৃষ্টি আসার আধাঘন্টা আগে থেকে ছাগলটা ঘনঘন মুতে! এর থেকে আমি বুঝতে পারি একটু পর বৃষ্টি হবে! তারপর রাজা জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন! সেই থেকেই বড় বড় পদগুলোতে ছাগল নিয়োগ দেওয়ার রীতি চালু হয়েছে।
রাজা সাগরে গেলেন, কিছুক্ষন পর শুরু হলো ঝুম বৃষ্টি। রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করে, ঐ জেলেকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন। জেলে পড়লো বিপদে, সেতো আবহাওয়ার কিছুই জানেনা। রাজ দরবারে গিয়ে জেলে বল্লো- মহারাজ আমাকে যেতেদিন, আমি আসলে আবহাওয়ার কিছু জানিনা। রাজা বল্লো- তাহলে ঐদিন আবহাওয়ার সঠিক খবর তুই কি করে দিলি। জেলে উত্তর দিল- মহারাজ, সেখানে আমার কোন কৃতিত্ব ছিলনা। সব কৃতিত্ব আমার ছাগলের। বৃষ্টি আসার আধাঘন্টা আগে থেকে ছাগলটা ঘনঘন মুতে! এর থেকে আমি বুঝতে পারি একটু পর বৃষ্টি হবে! তারপর রাজা জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন! সেই থেকেই বড় বড় পদগুলোতে ছাগল নিয়োগ দেওয়ার রীতি চালু হয়েছে।
Tags
গল্প