চাপার নিচেও চাপা পড়ে থাকলে চাপার জোর,
দুপুর হলেও ভাবছি বসে হয় না কেন ভোর।
ওৎ পেতে ওই বসে থাকার গল্প পড়ি দেশে,
রাখাল বালক সত্য বলেও পার পেল না শেষে।
ওই বালকের আহ্বানে হাসল সবাই ফিক,
সত্যই একদিন বাঘ এসেছে- এই কথা তো ঠিক।
চারিদিকে মিথ্যা দেখে সত্য কাঁদে ডরে,
চাপার জোরে মিথ্যা এসে বসত করে ঘরে।
দুঃখ চেপে বলছি শেষে- চাপার বাজার গরম,
এই দেশেতে চাপাবাজি- চলছে এখন চরম।
দুপুর হলেও ভাবছি বসে হয় না কেন ভোর।
ওৎ পেতে ওই বসে থাকার গল্প পড়ি দেশে,
রাখাল বালক সত্য বলেও পার পেল না শেষে।
ওই বালকের আহ্বানে হাসল সবাই ফিক,
সত্যই একদিন বাঘ এসেছে- এই কথা তো ঠিক।
চারিদিকে মিথ্যা দেখে সত্য কাঁদে ডরে,
চাপার জোরে মিথ্যা এসে বসত করে ঘরে।
দুঃখ চেপে বলছি শেষে- চাপার বাজার গরম,
এই দেশেতে চাপাবাজি- চলছে এখন চরম।
Tags
ছড়া-কবিতা