শাহবাজপুর টু দেওড়া

ভদ্র ভাবে বললে কিছু- ভাবে লোকে দুর্বল,
সে আবার করবে কি? একটুও নেই জোর বল।
নিরব থেকে এ জগতে হয়না কোন কাজ,
সত্য কথায় ভাত নেই মিথ্যের জয় আজ।
জ্বলন্ত এক উদারণ দেই- দাঁড়িয়ে ছিলাম পথে,
ডাক দিয়েছি রিক্সা চালক- যাবো দেওড়াতে।
ভাগনা বলে ডাক দিয়েছি- নে গো বাবা নে,
আমার কথা শুনেও দাঁড়ায়নি তো সে।
তিন চার গজ যেতে দেখি রিক্সা করে খাড়া,
তিনটি মেয়ে এক সাথে রিক্সায় উঠে তারা।
দু'জন বসে সীটের উপর এক জন বসে উডে,
রিক্সা চালক প্যাডেল মারে এখন ব্যাটা মুডে।
মনে মনে চিন্তা করি সুর থাকাতে নরম,
রিক্সা অামার পেতে হলে করবো- মেজাজ গরম।
হঠাৎ দেখি আরেক চালক সামনে দিয়ে যায়,
ডাকছি তাকে গর্জে উঠে ওইতো এদিক আয়!
এখন দেখি  বলছে চালক- কোথায় যাবা মামা?
বলছি তাকে এই তো কাছেই রিক্সা আগে থামা!

Post a Comment

Previous Post Next Post

Contact Form