যখন ছোট ছিলাম

আমার এখনো মনে পড়ে সেই দিনের কথা,
ডাকতো সবাই ভিন্ন নামে আমি ছিলাম শ্রোতা।
ছোট্ট বেলাটা মনে পড়লে চোখেতে জল আসে,
চোখ দুটি তখন অঝোর ধারায় জলে ভাসে।
মনে মনে বলি- আবার যদি ফিরে পেতাম।
সেই দিনগুলোকে তবে বুকে ধরে রাখতাম।
মনে পড়ে শৈশবের সেই আম চুরির কথা,
ধরা পড়ার ভয়ে পালিয়ে বেড়াতাম সর্বদা।
কখনো আবার মারামারি করে ভেঙেছি হাত,
হাতের ব্যথায় আমার কাটতো না আর রাত।
কাদাঁমাটি অার পুকুরে গোসল করার দিনগুলো,
নেই আজ সেসব, সেখানে আজ উড়ছে সুধু ধূলো।
আজ যে আমি সব ছেড়ে থাকি অনেক দূরে,
শীত ফুরালেই যাবো আমি আবার শহরে ফিরে।
কিন্তু পাবো না আমি ফিরে আর সেই ছোট্ট বেলা,
পারবো না আর করতে যে, ছোট্ট কালের খেলা।
ভালো ছিলাম তখনই, যখন ছোট ছিলাম।
বড় হয়ে আজ আমি কি বা এমন পেলাম?
Childhood | আমির হোসেন

Post a Comment

Previous Post Next Post

Contact Form