সত্য হবে উন্মোচন

উড়ো উড়ো কেশে
মহাজন যায় ভেসে গ্রহ নক্ষত্র ছাড়ি,
হীনের রক্ত চুষে
ললাটে ভাগ্য পুষে হীনতাকে দেয় তাড়ি।

পায়না শ্রমের দাম
তবু তারই বদনাম ভুল তার দাবী,
নিন্দুকে কাড়ে থালা
সিন্দুকে দিয়ে তালা ধরে রাখে চাবি।

হীন তুমি যাযাবর
পিষ্ট হও জনম ভর বুকে সুখের আশ,
সদা ভিজে স্বেদে
রহ শুধু বিচ্ছেদে ভুখা বারোমাস।

আর কত ভেদাভেদ
ভুলে কোরআন-বেদে চলবে এ শোষণ,
কবে আসবে দিন
ভুলে মহাজন-হীন সত্য হবে উন্মোচন ?

Post a Comment

Previous Post Next Post

Contact Form