বড়াই

সৌন্দর্য্যের আলপনায় রয়েছে ঐশ্বর্য্য,
গৃহস্থ্যের আঙিনায় কিসের প্রাচুর্য্য ?
ক্ষণিকের ঐশ্বর্যে কতই না করি বড়াই,
সন্মুখে অদৃশ্য কত অজানা লড়াই।

কালক্ষমে কত না প্রভাবশালী ধনী মহাজন,
নানা ভাবনায় স্বপ্ন বাঁধে সারাক্ষণ।
মানুষের জীবনকাল বিচিত্র ধরণ,
মুহূর্তেই দারিদ্র্যতা তাকে করেছে বরণ।

যাহার অধীনে আজ করম পালন,
বহু রাজা লভিয়াছে দাসের জীবন।
কভু বা দাসের ভালে জুটেছে রাজত্ব,
কাল সে বা হতে পারে তীক্ষ অধঃস্থ।

কুয়াশায় ঝরেছে কতো আমের মুকুল,
কতো সুনামিতে ভেসে হারিয়েছে কুল।
মানুষের সাধারণ্যের করে ভিটা ছাড়া,
কত নারী-শিশু হলো পিতৃ-মাতৃহারা।

Post a Comment

Previous Post Next Post

Contact Form