স্রষ্টাই শ্রেষ্ট

ভাবছে পথিক ক্লান্ত দেহে শুয়ে গাছের তল,
বিশাল বড় বট গাছেতে ছোট্ট কেন ফল?
সরু একখান লাউ গাছে ফল যে অনেক বড়,
মাথা বুদ্ধি আসে নাকো এইটা কেমন তরো?
এসব ভেবে বলছে পথিক সৃষ্টি কর্তার তরে,
উল্টা পাল্টা সৃষ্টি তোমার দেখছি জগৎ ভরে।
যেই না বলা অমনি মাথায় পড়ল বটের ফল,
ব্যাথার চোটে কুঁকড়ে গিয়ে গেল তাহার বল।
বলছে তখন ওই পথিকে মুখটি করে কালো,
এই জগতে সবার চেয়ে তোমার বুদ্ধি ভালো।
বট গাছেতে ধরতো যদি লাউ কুমড়োর ফল,
উঁচু থেকে পড়লে মাথায় হতাম রে অচল।
ছোট্ট ফলটি মাথায় পড়ায় বেঁচে গেলাম ভাই,
খোদার সাথে মোদের কোন তুলনা নাই।

Post a Comment

Previous Post Next Post

Contact Form