শৈল মাছ কেন এত লাফাই ?

নদীতে এসেছে বন্যার জল,
বেড়ে গেল মাছের দ্বিগুন বল।
মাছে মাছে কোলাহল,
বিপদ বিষণ গুরুতল।

পুটি মাছে মিটিং করে-
চিংড়ি মাছ বলি তোরে...
শৈল মাছ কেন এত লাফাই ?
যাহা পায় সে সবই খায়।
গেলে আবার বেশী জলে,
এমনি ধরে খায় বোয়ালে।

রুই কাতলে আইসা বলে-
মৃগেল মাছ বলি তোরে...
স্বাক্ষী দেব আমরা দুইভাই,
থানায় যদি হয় মোদের ঠাই।
নদীর যেখানে কচুরি পানা,
সেখানে আছে মাছের থানা।

টেংরা মাছ আইসা পরে,
টেপটেপাইয়া গল্প করে।
শিং মাগুর দুইভাই তাহারা,
থানার গেইটের পুলিশ পাহারা।

থানার ওসি বোয়াল মাছে,
গাল ফুলিয়ে বসে আছে।
লেনা-দেনা কিছুই হয় নাই,
আমি কিভাবে দেব ঠাই?

ইন্সপেক্টর গজারে কয়,
আমার নাম দয়াময়।
আমার কাছে নিলে আশ্রয়,
শৈল মাছের কিসের ভয়।

বায়েম মাছ আইসা বলে-
চল সবাই মাঠির তলে,
থাকবে না কারু জাতের মাথা।
যে খেয়েছে পলোর জাতা,
সে জানে খবর...
ভেবে বলে লইট্টা মাছে,
বুঝা যাবে বন্যার শেষে,
একদিন নদীতে পরবে বালুচর...

Post a Comment

Previous Post Next Post

Contact Form