জিবনের হতাশা

জিবনের হতাশা যখন কুরে কুরে খায়,
গ্যাজুয়েট যুবক যখন চাকরি না পায়।
শ্রমিকের দাবি যখন মানা হয় না,
কৃষকের ফসল যখন বেঁচা হয় না।
ভালবাসার মানুষ যখন ছেড়ে চলে যায়,
কোল শূণ্য করে যখন ছেলেটা কাঁদায়।
রাস্তার ওই মেয়েটা নাম-গোত্র হীন,
দুবেলা অন্নের খোজে ছোটে রাত-দিন।
মন্দির প্রাঙ্গনে অভাগি বিধবা মা অপেক্ষারত,
ছেলে-বউমার অত্যাচারে গৃহ হতে বিতারিত।
বেশ্যা পাড়ায় বিক্রি হওয়া শিশুমনের যৌবনে পা,
এই সমাজ যেন কিছু দেখেও দেখেনা।
সেনা জওয়ান দেশের গর্ব- এক বুলেটেই শেষ,
সেই পরিবারের খোজ করেনা- সোনার বাংলাদেশ।
আলু পচেঁ সবজি পচেঁ- পচেঁ চাষির লাশ,
ঘরে তার জ্বলেনা আগুন- কেটে যায় মাসের পর মাস।
বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম বাড়ছে দেশে হুহু করে,
মানুষের থেকে মানবিকতা- ক্রমেই যাচ্ছে সরে সরে।
জিবনের হতাশা যখন কুরে কুরে খায়,
এই দৃশ্য, এই চিত্র কেউ বোঝেনা হায়।
রাস্তায় বসবাস একটি মেয়ে | আমির হোসেন

Post a Comment

Previous Post Next Post

Contact Form