ভিক্ষা চেয়ে ধমক খেয়ে বলছে ভিক্ষুক মশাই,
কাতর কণ্ঠে হাত পাতিয়ে দুইটি টাকা খসাই।
পেটের দায়ে ভিক্ষা করি পাই যে মুষ্ঠির চাল,
তাইতে তোমরা তুচ্ছ ভেবে করছো গালাগাল।
সরকারও তো ভিক্ষা করে পায় না যখন গতি,
ঐ ভিক্ষা মেরে দিয়েই অনেকে হয় কোটিপতি।
বিদেশ গিয়ে ভিক্ষা করে অনেক লোকে ভাই,
আসার সময় মডেল সাজে আমরা খবর পাই।
ওই টাকাতে বানায় বাড়ি আকাশ চুম্ভি করে,
তাদের কাছেই ভিক্ষা চাইলে ধমকায় জোরেসোরে।
কেউবা আবার ভিক্ষার টাকায় কিনে রঙিন গাড়ি,
তাদের কাছে ভিক্ষা চাইলে ফট করে দেয় বাড়ি।
কিন্তু যখন ছিনতাইকারী ছুরি ধরে বুকে,
লক্ষ টাকা দেয়ার পরও ল্যাঠা যায় কি চুকে?
মন্ত্রি এমপি ওই টাকাতে বসায় যখন ভাগ,
তখন কি আর তোমরা সেথায় করতে পারো রাগ?
তোমরা যখন ভিক্ষা কর তখন লাগে ভালো,
আমরা চাইলেই মেজাজ গরম মুখটা কর কালো।
কাতর কণ্ঠে হাত পাতিয়ে দুইটি টাকা খসাই।
পেটের দায়ে ভিক্ষা করি পাই যে মুষ্ঠির চাল,
তাইতে তোমরা তুচ্ছ ভেবে করছো গালাগাল।
সরকারও তো ভিক্ষা করে পায় না যখন গতি,
ঐ ভিক্ষা মেরে দিয়েই অনেকে হয় কোটিপতি।
বিদেশ গিয়ে ভিক্ষা করে অনেক লোকে ভাই,
আসার সময় মডেল সাজে আমরা খবর পাই।
ওই টাকাতে বানায় বাড়ি আকাশ চুম্ভি করে,
তাদের কাছেই ভিক্ষা চাইলে ধমকায় জোরেসোরে।
কেউবা আবার ভিক্ষার টাকায় কিনে রঙিন গাড়ি,
তাদের কাছে ভিক্ষা চাইলে ফট করে দেয় বাড়ি।
কিন্তু যখন ছিনতাইকারী ছুরি ধরে বুকে,
লক্ষ টাকা দেয়ার পরও ল্যাঠা যায় কি চুকে?
মন্ত্রি এমপি ওই টাকাতে বসায় যখন ভাগ,
তখন কি আর তোমরা সেথায় করতে পারো রাগ?
তোমরা যখন ভিক্ষা কর তখন লাগে ভালো,
আমরা চাইলেই মেজাজ গরম মুখটা কর কালো।
Tags
ছড়া-কবিতা