আত্মার বিবেক ধংস

জোট বেধেঁ চলি মোরা মোরাই সমাজের মাথা,
সব মানুষই বাঁধ্য থাকে শুনতে মোদের কথা।
কথায় কথায় দাপট দেখাই করি না ভয়,
বিবেক মোদের চুপিচুপি হচ্ছে  অবক্ষয়।
অন্যায় করেও ঢেকে রাখি অন্যায়ের সব অকর্ম,
বিবেক কাউকে ছাড়ে নাকো এটাই যে তার ধর্ম।
যতই আমি সাজি সাধু লোকে জানে দোষ,
আমার বিবেক আপনা থেকেই খুলে দেয় সব মুখোশ!
ক্ষমতার জোরে জিতে যাই করলে কোনো অন্যায়,
বিবেক নিজেই ভাসিয়ে দেয় শুধরে দেবার বন্যায়।
লোক দেখানো বিচার করি পকেট করে ভারী,
বিবেক আমায় ছাড়ে নাকো আত্মদহনে পুড়ি।
তবুও যে শিক্ষা হয় না নিজেকে বলি সাধু,
কথায় কথায় ইজ্জত দেখিয়ে মুখে রাখি মধূ।
ন্যায় অন্যায় ব্যাভিচার সমাজেরই অংশ,
দুনিয়ায় বিচার কাজে আত্মার বিবেক ধংস।

Post a Comment

Previous Post Next Post

Contact Form