শয়তান যখন অবসরে তখন তার দায়িত্ব আমরা পালন করি। শয়তান পেছনে পেছনে ঘুরে মানুষকে বিপথগামী করতে হয় না। কারণ, এখন সবাই বিপথগামী। শয়তান এখন অবসরে, এখন সুধু খায় আর ঘুমায়।
শয়তান হঠাৎ দেখতে পেলো একটা গাছে গাধাকে বেধে রেখেছে তার মালিক। শয়তান এসে বাঁধন খুলে দিলো। গাধা ছাড়া পেয়ে এক চাষীর ক্ষেতে ঢুকে পড়লো এবং যা পেলো তাই খেতে শুরু করলো। চাষীর বৌ গাধাটিকে দেখে পুরো ক্ষেত নষ্ট করে দেবে এই আশঙ্কায় একটা বন্দুক এনে গাধাকে গুলি করে মেরে ফেললো। গাধার মালিক মৃত গাধাকে দেখতে পেয়ে ভীষণ রেগে গেলো এবং সেও একটা বন্দুক এনে চাষীর বৌকে গুলি করে মেরে ফেললো। চাষী ঘরে ফিরে দেখলো তার স্ত্রী মৃত, রাগে সে গাধার মালিককে মেরে ফেললো। গাধার মালিকের ছেলেরা তাদের বাবাকে মৃত দেখে চাষীর ক্ষেত জ্বালিয়ে দিলো। চাষী বদলা হিসেবে মালিকের সব ছেলেকে মেরে ফেললো। ঘটনাস্থলে অনেক লোক সমাগম হলো, অনেকেই বলতে লাগলো এটা শয়তানের কাজ। এদের মধ্যে একজন শয়তানকে জিজ্ঞেস করলো- সামান্য বিষয়ে নিয়ে এতো বিশৃঙ্খলা কেন? সে উত্তর দিলো- "আমি তো কিছুই করিনি, শুধুমাত্র গাধার বাঁধনটা খুলে দিয়েছি"।
শয়তানের বেশি কিছু করার ক্ষমতা নেই, কিন্তু সামান্য কিছু করে তা মানুষের হৃদয়ে কুপ্রবৃত্তিকে জাগ্রত করে। প্রতিশোধমূলক কিছু করার আগে একটু ভাবুন। কারণ, বেশিরভাগ সময় শয়তান যা করে তা হলো- "দড়ির বাঁধন খুলে দেয়"। তাই বোকার মতো লড়বেন না। আপনি যা করতে পারেন সেটা হলো- গাধাটাকে আবার বেঁধে দিন, শয়তান নিরুৎসাহি হয়ে পড়বে।