অন্ন-গৃহহীন এক চোর গেল জেলে,
দরজার পাশে কেউ রুটি গেল ফেলে।
ভুল করে গেটম্যান ফেলিয়া চাবিটি,
অন্যত্র চলিয়া গেল করিতে ডিউটি।
চোর দেখে ভাবে, তালা খুলিয়া কি হবে?
পলাইয়া সেই তো ফুটপাতে শুতে হবে।
তার চেয়ে জেলখানায় বেশ ভালো আছি,
রুটিটা যেহেতু পড়ে আছে কাছাকাছি।
ওটা তাই তুলে আগে পেট টি তো ভরি,
নাহলে ক্ষুধার জ্বালায় বাঁচি কিনা মরি।
তিন দিন পেটে কিছু দানা পানি নাই,
রুটিটা তুলিয়া আগে প্রাণটা বাঁচাই।
চোরকে আনিয়া খোদা জেলের ভিতর,
অন্নহীনকে রুটি দিলো, গৃহহীনকে ঘর।
তোমার কুদরত আল্লাহ বোঝা যে কঠিন,
তোমার মহিমা ছাড়া সবই অর্থহীন।
Tags
ছড়া-কবিতা