নল ফুটকির ঘরে আসে চারটি ডিম। ডিম গুলোকে পাহাড়া দেয় মা পাখি। কিন্তু খাবারের জন্য যেতে হয় তাকে। আর সে সুযোগে মা কোকিল হানাদেয় নল ফুটকির বাসায়। চুরি করে একটি ডিম, যাবার আগে সে নিজের ডিমটি পেরে যায় নল ফুটকির বাসায়। নল ফুটকির উত্তাপে ডিম থেকে বেড়িয়ে আসে কোকিল ছানা। তখনও তার চোখ ফুটেনি, অথচ চোখ না ফুটা কোকিল ছানা ফেলে দেয় নল ফুটকির ডিম গুলো। ছানাটির এমন কান্ডে অবাক নল ফুটকি দম্পতি। তবুও পরম মমতায় বড় করে কোকিল ছানা। মাত্র দুই সপ্তাহে দৈঘ্যে পালিত বাবা-মাকে ছাড়িয়ে যায় কোকিল ছানাটি। আর নল ফুটকির জানা হয় না কি তার রহস্য!
এক সময় নল ফুটকির বাসা ছেড়ে উড়াল দেয় কোকিল, আর কখনো ফিরে আসে না। প্রকৃতির নিয়মে সেও একদিন বেচে নেয় নতুন কোন দম্পত্তির বাসা, চুরি করে রেখে আসবে নিজের ডিম।