জম্ম মৃত্যু

জম্ম মৃত্যু

আমাদের জন্ম, মৃত্যু ও বিয়ে এই তিনটি আল্লাহর হাতে। জন্ম নিয়েছো মানে মৃত্যু নিশ্চিত। প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা জানা স্বত্তেও আমাদের মধ্যে কত অহংকার। কতকিছু করছি আমরা আমাদের এই ছোট্ট জীবনে। জীবনটা তো ক্ষণস্থায়ী আর মৃত্যুর পরের জীবনটা দীর্ঘস্থায়ী যা শেষ হবার নয়। কিন্তু আমরা ক্ষণস্থায়ী জীবন নিয়ে এতোটা মেতে থাকি যে, দীর্ঘস্থায়ী জীবন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের সমাজের বেশিরভাগ মানুষই জাত, সুন্দর, টাকা, বাড়ি এগুলো নিয়ে পড়ে আছে। টাকা-জমি, বাড়ি-ঘর, সুন্দর-কুৎসিত, ধনী-গরীব এগুলো দেখার কি প্রয়োজন? মরলে পরে তো সেই সাড়ে তিন হাত মাটিতেই দাফন করা হবে। ধনী হোক কিংবা গরীব, সুন্দর হোক কিংবা কুৎসিত সবাই আল্লাহর দরবারে এক সমান। কারণ উনি চাইলে এক সেকেন্ডের মধ্যে বাদশাহকে ফকির এবং ফকিরকে বাদশাহ বানিয়ে দিতে পারেন। তাঁর ক্ষমতা অসীম। তাহলে পৃথিবীতে কেন এসব নিয়ে আমরা অহংকার করি? যেখানে আল্লাহ একমাত্র অহংকারের মূল মালিক।

কিসের টাকা, কিসের জমি? কিসের এতো বড়াই? মরার পরে হবে তো সবার একই কবরে ঠাই

আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, ছেড়ে দাও সবরকমের পাপ আর চলে আসো ইসলামের রাস্তায়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form