আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে "অভাব" শেখান। আপনি বাবা- এটিএম মেশিন না। আপনি মা- ঘষা দেয়া প্রদীপের দৈত্য না যে, যা চাইবে তাই হাজির করবেন সন্তানের সামনে। যা চাইবে তাই যদি হাজির করেন, আপনার সন্তান "মানুষ" হওয়ার সম্ভাবনা খুবই কম। সন্তানকে জীবনের মানে বুঝানো ভালোবাসা কম নয় বরং আরও বেশী ভালোবাসা। কারন আপনি যখন থাকবেন না, দুনিয়ার কঠিন পথ তাকে একা একা চলতে হবে। আপনার সন্তানকে শেখান! চাইলেই সব কিছু পাওয়া যায় না। সব কিছু পাওয়ার দরকারও নেই। কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান। তাকে বোঝান সবকিছু ছাড়াও জীবন চলে। অভাবকে ভালোবাসতে হয়, তাতে অজ্ঞাতসারে স্বভাবটাও ভাল হয়।
Tags
life