মানুষের জীবন বড়ই বিচিত্র। আর এই বিচিত্র জীবন অসংখ্য ভুলে ভরা। মানুষতো আর ফেরেশতা নয় তাই তাদের জীবনে ভুল হওয়াটাই স্বাভবিক। ভুল ব্যতিত মানুষ মহাপুরুষতুল্য। আমরা কেউ মহাপুরুষ নই। তাই প্রতিনিয়ত ছোট ছোট ভুল করে যাচ্ছি। তাই মানুষের জীবন মানেই অনেক ভুলের সমষ্টি। ভুল বা শুদ্ধ যাচাই করার ক্ষমতা মানুষের থাকলেও মানুষ অনেক সময় নিজের মনের অজান্তেই ভুল করে বসে। আর ভুল করে বলেই সে মানুষ। কোন সাধারণ মানুষ জীবনে ভুল করেনি এমন ঘটনা পৃথিবীতে বিরল। ভুলের মধ্যে দিয়েই মানুষ কোনটা সঠিক কোনটা বেঠিক বুঝতে পারে। যদিও কোন কোন সময় একটা সামান্য ভুলের কারণে মানুষ তার নিজের প্রতি, সমাজের প্রতি তদুপরি এই অমূল্য জীবনের প্রতি ভীষণ অভিমানী হয়ে ওঠে। আর এই অভিমানী মানুষগুলো সেই ভুলের মাশুল দিতে আরো বেশী ভুল করে বসে। রাগ, অভিমান বা দুঃখ যা’ই বলিনা কেন মানুষ কখনো কখনো নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করে আবার কখনো ভুলের কাছে নতি স্বীকার করে। তবে বার বার ভুলের কাছে বশত্যা স্বীকার করলে জীবনে সাফল্য সেভাবে না’ও আসতে পারে। ভুল সংশোধন করতে করতে বা ভুলের কারণে বিরক্ত হয়ে কাজে পিছিয়ে পরার সম্ভাবনা থাকে। তাই নিজের বা অন্যের ভুলের কারণে রাগ বা অভিমান না করে নতুন করে আবার সবকিছু শুরু করাটাই বুদ্ধিমানের কাজ।
আমি নিজেকে খুব ভালবাসি। আমার ধারণা নিজেকে ভালবাসা মানেই জীবনকে ভালবাসা। জীবনকে ভালবাসা মানেই স্রষ্টাকে ভালবাসা আর স্রষ্টাকে ভালবাসা মানেইতো তাঁর সৃষ্টিকে ভালবাসা। নিজের জীবনকে ভালবেসে টের পাওয়া যায় এই পৃথিবীটা সত্যিই একটা সুন্দর জায়গা। কিছু মানুষের কারণে তা কখনই বিনষ্ট হতে পারেনা। যেমন বিনষ্ট হতে পারেনা এই অপরূপ সুন্দর প্রকৃতি, নষ্ট হতে পারেনা প্রকৃতি ও মানুষের নিবিড় বন্ধন। পৃথিবীর প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র জীব ও তৃণের প্রতিও রয়েছে আল্লহ্ অপরিসীম অনুগ্রহ আর মহানুভবতা। কারণ সৃষ্টিকর্তা তাঁর সৃষ্টিকেই সবচেয়ে বেশী ভালবাসেন।
আমি নিজেকে খুব ভালবাসি। আমার ধারণা নিজেকে ভালবাসা মানেই জীবনকে ভালবাসা। জীবনকে ভালবাসা মানেই স্রষ্টাকে ভালবাসা আর স্রষ্টাকে ভালবাসা মানেইতো তাঁর সৃষ্টিকে ভালবাসা। নিজের জীবনকে ভালবেসে টের পাওয়া যায় এই পৃথিবীটা সত্যিই একটা সুন্দর জায়গা। কিছু মানুষের কারণে তা কখনই বিনষ্ট হতে পারেনা। যেমন বিনষ্ট হতে পারেনা এই অপরূপ সুন্দর প্রকৃতি, নষ্ট হতে পারেনা প্রকৃতি ও মানুষের নিবিড় বন্ধন। পৃথিবীর প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র জীব ও তৃণের প্রতিও রয়েছে আল্লহ্ অপরিসীম অনুগ্রহ আর মহানুভবতা। কারণ সৃষ্টিকর্তা তাঁর সৃষ্টিকেই সবচেয়ে বেশী ভালবাসেন।
Tags
life
thanks
ReplyDelete