হাতের রেখা

কবেকার কথা মনে নেই তবে হাতের রেখাই ঠিক,
আমাদের পারিবারিক সম্পর্ক অবাক অলৌকিক।
বেদের মন্ত্রে জেগে উঠেছিলো আত্মার অনুশাসন,
আমরা সবাই স্পর্শ করিয়াছি বিষ্ণুর পদ্মাসন।
আমরা হেঁটেছি লক্ষ যোজন আজ নেই যেই পথ,
মিটিয়ে নিয়েছি শতজনমের ঈপ্সিত মনোরথ।
মন্ত্রমুগ্ধ মোহিত থেকেছি একে অপরের মনে,
জলের ফোটাতে বাতাসের মতো বন্ধনে মন্থনে।

আমাদের চেনে বধির জোনাকি আলেয়ার আলো চাঁদ,
অতীতের ভোর ভবিষ্যত কাল অফুরন্ত দিন রাত।
মানব প্রেমের প্রহর গুনেছি আমাদের চেনে চিতা,
আমাদের চেনে সিন্ধুর জল রাম, রাবণ আর সীতা।
মাটির নিচের শহরের ঘরে আরতি প্রদীপে ছিলাম,
আমাদের চেনে রাভি বিপাশা কীর্তিনাশার ঝিলাম।
আজো তুমি আমি পরিচিত তবু কাছে পৌঁছানো দায়,
প্রতি জনমেই তোমাকে পেয়েছি কম বেশী লহমায়।
আর কোনদিন স্মৃতি থাকবে না হাতের রেখাই ঠিক,
মিলিত হবো না ললিত মলয়ে বলেছিলো এক তান্ত্রিক।

Post a Comment

Previous Post Next Post

Contact Form