বলছে পাখি আমায় ডেকে
খাঁচায় কেন বন্দী
আটছো নাকি নতুন করে
নতুন কোন ফন্দী?
এতদিনতো খাঁচায় ছিলাম
এখন আকাশ আমার
পরীর দেশে কাল বিকেলে
মাপ দিয়েছি জামার।
এই দেখোনা বিশাল বনে
মেঘের দেশে যাচ্ছি একা
ঘুরছি ফিরছি আপন মনে
সবার সাথেই হচ্ছে দেখা।
খাঁচার জীবন কষ্ট কত
তোমার আকাশ এইটুকুনি
বুঝতে পারো এখন তুমি
তোমার কষ্ট আমিই জানি।
বলছে পাখি আমায় ডেকে
এতেই হাঁপাও আটকা বলে
খাঁচায় কেন বন্দী তুমি
পরছো এবার ক্যাচা কলে।
আর ক'টা দিন আটকে থাকো
নিজের ঘরে নিজের মতোন
বাইরে এখন অদৃশ্য রোগ
হামলা চালায় যখন তখন।
বলছে পাখি আমায় ডেকে
খাঁচায় কেন বন্দী থাকো
নিজের ঘরে চুপটি করে
ভালোবাসার ছবি আঁকো।
খাঁচায় কেন বন্দী
আটছো নাকি নতুন করে
নতুন কোন ফন্দী?
এতদিনতো খাঁচায় ছিলাম
এখন আকাশ আমার
পরীর দেশে কাল বিকেলে
মাপ দিয়েছি জামার।
এই দেখোনা বিশাল বনে
মেঘের দেশে যাচ্ছি একা
ঘুরছি ফিরছি আপন মনে
সবার সাথেই হচ্ছে দেখা।
খাঁচার জীবন কষ্ট কত
তোমার আকাশ এইটুকুনি
বুঝতে পারো এখন তুমি
তোমার কষ্ট আমিই জানি।
বলছে পাখি আমায় ডেকে
এতেই হাঁপাও আটকা বলে
খাঁচায় কেন বন্দী তুমি
পরছো এবার ক্যাচা কলে।
আর ক'টা দিন আটকে থাকো
নিজের ঘরে নিজের মতোন
বাইরে এখন অদৃশ্য রোগ
হামলা চালায় যখন তখন।
বলছে পাখি আমায় ডেকে
খাঁচায় কেন বন্দী থাকো
নিজের ঘরে চুপটি করে
ভালোবাসার ছবি আঁকো।
Tags
ছড়া-কবিতা