জীবন আসলেই খুবই সুন্দর। সিনেমা-নাটকের মতো সুন্দর না হলেও সে তার আপন ভূমিকায় খুবই সুন্দর। জীবন মানেই মানুষের বিচরণ আর মানুষ মানেই সুখ-দুঃখ। সারাজীবনে একটি মানুষকে পর্যালোচনা করলে দেখা যায়- যে সে তার দুঃখগুলো নিয়েই বেশি চিন্তিত, ভাবান্বিত, হতাশা আর বিমর্ষতায় পরিপূর্ণ। একটু সুখের ছোঁয়া পেতে ঠিক পাগলা ঘোড়ার মতোই ছুটন্ত মানুষ। কিন্তু আদৌ কি, সে সেই সুখকে ছুঁতে পারে? কারো কাছে হ্যা, আবার কারো কাছে না। দুটো উত্তরই হতে পারে সুখ কিন্তু অনুভূতিতেই বিচরণ করে। শুধু বোঝার ক্ষমতা সবার থাকেনা। পৃথিবীতে শুধু দুঃখ-কষ্ট নিয়েই গল্প-কবিতা লেখা হয়। কেবল সুখ দিয়ে কেউ কখনো উপন্যাসের পাতা আজও ভরাতে পারেনি। আমারও তাই ধারণা কষ্ট ছাড়া আর যাই হোক গল্প-উপন্যাস হয়না। কিন্তু জীবনের গন্ডিতে সুখ-দুঃখ সবই থাকে। সত্যিই মানুষের জীবনে কষ্ট আসে এবং তা উপলব্ধি করে কষ্টকর সময়ের মুখোমুখি দাঁড়িয়ে জীবনকে অপূর্ণ ও বিষাক্ত মনে হয়। তিক্ততায় ছেঁয়ে যায় মন। তখন আলোকেও খুব অসহ্যকর লাগে। মনে হয় অন্ধকারই যেন শান্তির বাসা। অন্ধকারের আড়ালে লুকিয়েই যেন বাঁচার স্বপ্ন দেখে যায় সেই বিষাদগ্রস্থ মানুষটি। আলোর মুখোমুখি হতে সে আশঙ্কায় দুর্বলতাপূর্ণ থাকে। কিন্তু বিগত দিনগুলোর কথা মনে রাখা উচিৎ। মনে রাখা উচিৎ পালিয়ে কখনো বাঁচা যায় না। আর জীবন থেকে তো নয়ই। যতোই সব কিছু অস্বীকার করা হোক না কেন জীবন তোমার সঙ্গে সর্বদা একধাপ এগিয়ে আগলে থাকবেই।
জীবনে একটি সময় আমিও হতাশা গ্রস্থ ছিলাম, এখনও যে নেই তা কিন্তু নয়। তবে সব মিলেয়ে জীবনকে স্বীকার করতে শুরু করেছি। একবার দেখি কষ্টের সঙ্গে পাল্লা দিয়ে সুখকে স্পর্শ করা যায় কিনা?আমার কাছে সর্বপ্রথম জীবনকে বিষাদময় ও তিক্ত মনে হয়ে ছিলো যখন সবে মাত্র সবকিছু বোঝা শিখেছিলাম। প্রথম ফোঁটা অবুঝ মনের আশা যখন হেলায় ভাসিয়ে দিয়েছিলো তখনও জীবন অতৃষ্ট হয়ে গিয়ে ছিল। মনে হয়ে ছিলো কি মূল্য এ জীবনের? কি লাভ বেঁচে থেকে? খুব আবেগ দিয়ে লেখা চিঠি সে অবজ্ঞা করে ছুঁড়ে ফেলে দিয়ে ছিল। এত কষ্ট আমি কোথায় রাখবো? আমার বেঁচে থাকা এখন শুধুই বৃথা। কোথায়? আমিতো এখনো মরেনি। হ্যা, সত্যিই মরেনি। তবে সে কষ্ট এখন আর আমার মনে নেই। আসল ভালোবাসা হলো মনের সাথে মনের মিলনে হয়। একজনের কষ্ট হলে অন্য জনের অনুভব করার ক্ষমতা থাকতে হয়। যে তোমার কষ্টই বুঝলো না তার জন্য কেঁদে বুক ভাসিয়ে কোন লাভ নেই।
দুবেলা না খেয়ে থাকার যে কষ্ট তা একগাল খাবার খেয়ে ভুলে যায় ভিক্ষুক। আমি তার অনুভূতিও জানি। সত্যিই পেটের শান্তির চেয়ে বড় কিছু আর হতে পারেনা। প্রতিদিন রাস্তা পার হতে গিয়ে যখন মানুষের ভিড়ে হঠাৎ আসা কোনো প্রাইভেট গাড়ির সামনে থমকে দাঁড়াই, কিছু দূরেই গাড়িটি দাঁড়িয়ে যায়। তখন তারাতারি রাস্তা পার হয়ে বুকে স্বস্তির নিঃশ্বাস বয়। ঠিক তখন জীবনকে গুরুত্বপূর্ণ মনে হয়। এমন ছোট ছোট অনেক বিষয়ই থাকে যার মধ্যে জীবনের মাহাত্ম্য নিহিত থাকে।
ঘুম থেকে উঠে সকাল হতে দেখার মাঝে যে মুগ্ধতা আছে তা বর্ণনাতীত কিংবা পরন্ত বিকেলের ঢলে পরা রক্তিমতাপূর্ণ আকাশ। কষ্ট জীবনে থাকবেই, তেমনি সুখও বিদ্যমান সর্বাঙ্গীণ। হয়তো তার স্থায়ীত্ব স্বল্পায়ু কিন্তু অনুভূতি গুলো মহামূল্যবান। সুখ-দুঃখ নিয়েই আমাদের জীবনের পথ চলা। মৃত্যুে আসবেই একদিন সবার জীবনে, সেই মৃত্যুেকে কাম্য না করে এগিয়ে যাব জীবনকে সঙ্গে নিয়ে। জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোকে পুঁজি করে। কষ্ট থেকে পাওয়া শিক্ষা নিয়ে নতুন প্রজন্মে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। তাই জীবন সম্পূর্ণ নিজের উপর নির্ভরশীল যে আপনি কিভাবে সাজাবেন।
* জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয়, তাহলে তাই করো। হয়ত কিছু কষ্ট পেতে হবে, তবুও যে তোমার মূল্য বুঝেনা তার অপেক্ষায় থেকো না।
* হাজার অপমান করার পরও যদি কেউ আপনাকে বলে সে ভালবাসে, তাহলে জানবেন আপনার চাইতে বড় ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই।
* যে স্বপ্ন তুমি একা দেখো সে স্বপ্ন দুইজন মিলে দেখো, তা বাস্তব হওয়ার সম্ভাবনাই বেশি।
* কাউকে পথে এগিয়ে দিতে না পারেন, অন্তত তার চলার পথে আলো দেখান। সে নিজেই নিজের পথ খুঁজে নেবে।
* একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না, বিধাতা মানুষের ভিতর কিছু কিছু খুত মিশিয়ে দিয়েছে। নিখুঁত মানুষ খুঁজতে গেলে, তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না।
* জগতে তারাই খুব বেশী কষ্ট পায়, যারা মানুষকে সরল মনে ভালোবাসে। বিনিময়ে তারা পায়, অনাদর, অবহেলা ও ঘৃণা। তাই জগতে কাউকে সরল মনে ভালবাসতে নেই। এখানে সরলতা মানে, চরম দুর্বলতা।
* কাউকে উপকার করলে তা অবশ্যই নিঃস্বার্থভাবে করুন। বিনিময়ে তার কাছ থেকে কোন প্রতিদান আশা করবেন না।
* যে তোমাকে ভালোবাসেনা তাকে ভালোবেসে যাওয়া একটা ছেড়া ঘু্রি উড়ানোর চেষ্টার মতো।
* যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে, তাদের অবস্থান সেখানেই। তারা তোমার পেছনেই পরে থাকবে।
* যখন একজন বন্ধু আমাদের বিপদে ফেলে চলে যায় তখন বুঝতে পারি সে আমার প্রকৃত বন্ধু ছিল না।
* কথা বলা শিখতে একজন মানুষের দুই বছর লাগে, কিন্তু “কি বলা উচিত নয়” তা শিখতে লাগে সারাজীবন।
* তোমার প্রতি কারও গভীর ভালোবাসা তোমাকে শক্তি দেয় আর কারও প্রতি তোমার গভীর ভালোবাসা তোমাকে সাহস যোগায়।
* ভুল সময়ে ভুল ট্রেনে উঠে ভুল স্টেশনে নেমে যাওয়া কিংবা ভুল দরজায় কড়া নেড়ে যাওয়ার মাঝেও আনন্দ আছে। সঠিক পথে ফিরে আসার আনন্দ, ভুল বুঝতে পারার আনন্দ, ভুল সময়ে পাশে থাকা আপন মানুষদের চিনতে পারার আনন্দ। কেউ যদি সব সময় সঠিক কাজই করতে থাকে, সৃষ্টিকর্তা আমাদের কোন আনন্দ থেকেই বঞ্চিত করেন না।
* যখন একটি দরজা বন্ধ হয়ে যাবে, খুব শিগ্রই তোমার জন্য আর একটি দরজা খুলে যাবে।
* গতকাল হলো অতীত। আগামীকাল একটা রহস্য। কিন্তু আজকের দিনটি একটি উপহার।
* সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নেবেন এটা কখনো ভালোবাসাই ছিলো না। এটা ছিলো সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা।
* কারো হৃদয়ে আঘাত করা সাগরের বুকে পাথর ছুড়ে মারার মত। কেউ জানেনা সেই পাথর কত গভীরে আঘাত করবে। শুধু মাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে।
* পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয়। দূরে থেকেও কাছাকাছি থাকা যায়। এটা কেবলমাত্র আপনার মানুষিকতার উপর নির্ভর করে।
* পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছু প্রয়োজন নেই। একটু খানি সততা, নিজের উপর বিশ্বাস, অল্প কিছু আপন মানুষ যারা আপনাকে চোখ বুঝে বিশ্বাস করবে কিংবা যাদের কাছে প্রান খুলে কথা বলতে পারবেন আর অল্পতেই সুখী হবার মানসিকতা। ভালো থাকুন সবাই, ভালো রাখুন প্রিয় মানুষদের। ভালো থাকুক আপনজনেরাও।
* কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়।
* তোমার ভুলগুলোকে নিজের সাথে বহন কোরো না, সেগুলোকে পায়ের নিচে ফেলো এবং সেগুলোর উপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার কাজে ব্যবহার করো।
* একটি ছাতা বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না, আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে। তেমনি নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না, তবে আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয়।
* সেই সময়টি খুব কঠিন, যে সময়ে চোখের পানি ফেলতে হয়। কিন্তু ওই সময়টি তার চেয়েও অনেক বেশি কঠিন, যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয়।
* অন্যায়ের বিরুদ্ধে কোন প্রতিরোধই একজনে হয় না, কিন্তু শুরুটা সাহস করে একজনকেই করতে হয়। বাকিদের কাজ শুধু তার পাশে দাড়িয়ে যাওয়া।
* মন ভালো করার জন্যে খুব বেশী কিছু দরকার হয় না। প্রিয় মানুষ গুলোর একটু হাসিই যথেষ্ট।
* কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে। কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় কিছু ভাল বন্ধুর আর আপনজনের।
* এমন মানুষের সাথে বন্ধুত্ব করো, যে তোমার গুন গুলো মনে রাখে, আর তোমার ভুলগুলো সংশোধন করিয়ে দিয়ে সেই ভুলগুলোকে ভুলে যায়।
* পাহাড়ের উপর দাড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয়, আসলে আকাশটা ততটা কাছের নয়। তেমনি আপাতদৃষ্টিতে কোন কাজ সহজ মনে হলেও, বেশিরভাগ ক্ষেত্রেই তা সহজ নয়।
* মানুষের মন বড় জটিল। সেটিকে বুঝতে হলে আপনাকে অনেক সময় নিতে হবে। আপনি যদি খুব তাড়াতাড়ি বুঝে ফেলেন তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন, আপনি ভুল বুঝেছেন।
* যে কখনো আশা ছাড়ে না, তাকে হারানো সবচেয়ে কঠিন। আপনি তাকে ভেঙ্গে চুড়ে শেষ করে দিলেও সে আবার উঠে দাড়াবে, আপনাকে হারানোর স্বপ্ন দেখবে মৃত্যুর পূর্ব পর্যন্ত।
* আপনার হাসি যেন শুধু আপনার ঠোঁট থেকে নয়, মন থেকেও যেন আসে। একটি প্রাণোচ্ছল হাসি আপনার সম্পর্ককেও অনেক গভীর করে দিতে পারে।
* জীবনে দুঃখ হতাশা থাকবেই, তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয়। সময় থাকতে চেষ্টা করুন ঘুরে দাঁড়ানোর, অবশ্যই আপনি সফল হবেন। কারন চেষ্টাই সফলতা বয়ে আনে।
জীবনে একটি সময় আমিও হতাশা গ্রস্থ ছিলাম, এখনও যে নেই তা কিন্তু নয়। তবে সব মিলেয়ে জীবনকে স্বীকার করতে শুরু করেছি। একবার দেখি কষ্টের সঙ্গে পাল্লা দিয়ে সুখকে স্পর্শ করা যায় কিনা?আমার কাছে সর্বপ্রথম জীবনকে বিষাদময় ও তিক্ত মনে হয়ে ছিলো যখন সবে মাত্র সবকিছু বোঝা শিখেছিলাম। প্রথম ফোঁটা অবুঝ মনের আশা যখন হেলায় ভাসিয়ে দিয়েছিলো তখনও জীবন অতৃষ্ট হয়ে গিয়ে ছিল। মনে হয়ে ছিলো কি মূল্য এ জীবনের? কি লাভ বেঁচে থেকে? খুব আবেগ দিয়ে লেখা চিঠি সে অবজ্ঞা করে ছুঁড়ে ফেলে দিয়ে ছিল। এত কষ্ট আমি কোথায় রাখবো? আমার বেঁচে থাকা এখন শুধুই বৃথা। কোথায়? আমিতো এখনো মরেনি। হ্যা, সত্যিই মরেনি। তবে সে কষ্ট এখন আর আমার মনে নেই। আসল ভালোবাসা হলো মনের সাথে মনের মিলনে হয়। একজনের কষ্ট হলে অন্য জনের অনুভব করার ক্ষমতা থাকতে হয়। যে তোমার কষ্টই বুঝলো না তার জন্য কেঁদে বুক ভাসিয়ে কোন লাভ নেই।
দুবেলা না খেয়ে থাকার যে কষ্ট তা একগাল খাবার খেয়ে ভুলে যায় ভিক্ষুক। আমি তার অনুভূতিও জানি। সত্যিই পেটের শান্তির চেয়ে বড় কিছু আর হতে পারেনা। প্রতিদিন রাস্তা পার হতে গিয়ে যখন মানুষের ভিড়ে হঠাৎ আসা কোনো প্রাইভেট গাড়ির সামনে থমকে দাঁড়াই, কিছু দূরেই গাড়িটি দাঁড়িয়ে যায়। তখন তারাতারি রাস্তা পার হয়ে বুকে স্বস্তির নিঃশ্বাস বয়। ঠিক তখন জীবনকে গুরুত্বপূর্ণ মনে হয়। এমন ছোট ছোট অনেক বিষয়ই থাকে যার মধ্যে জীবনের মাহাত্ম্য নিহিত থাকে।
ঘুম থেকে উঠে সকাল হতে দেখার মাঝে যে মুগ্ধতা আছে তা বর্ণনাতীত কিংবা পরন্ত বিকেলের ঢলে পরা রক্তিমতাপূর্ণ আকাশ। কষ্ট জীবনে থাকবেই, তেমনি সুখও বিদ্যমান সর্বাঙ্গীণ। হয়তো তার স্থায়ীত্ব স্বল্পায়ু কিন্তু অনুভূতি গুলো মহামূল্যবান। সুখ-দুঃখ নিয়েই আমাদের জীবনের পথ চলা। মৃত্যুে আসবেই একদিন সবার জীবনে, সেই মৃত্যুেকে কাম্য না করে এগিয়ে যাব জীবনকে সঙ্গে নিয়ে। জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোকে পুঁজি করে। কষ্ট থেকে পাওয়া শিক্ষা নিয়ে নতুন প্রজন্মে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। তাই জীবন সম্পূর্ণ নিজের উপর নির্ভরশীল যে আপনি কিভাবে সাজাবেন।
* জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয়, তাহলে তাই করো। হয়ত কিছু কষ্ট পেতে হবে, তবুও যে তোমার মূল্য বুঝেনা তার অপেক্ষায় থেকো না।
* হাজার অপমান করার পরও যদি কেউ আপনাকে বলে সে ভালবাসে, তাহলে জানবেন আপনার চাইতে বড় ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই।
* যে স্বপ্ন তুমি একা দেখো সে স্বপ্ন দুইজন মিলে দেখো, তা বাস্তব হওয়ার সম্ভাবনাই বেশি।
* কাউকে পথে এগিয়ে দিতে না পারেন, অন্তত তার চলার পথে আলো দেখান। সে নিজেই নিজের পথ খুঁজে নেবে।
* একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না, বিধাতা মানুষের ভিতর কিছু কিছু খুত মিশিয়ে দিয়েছে। নিখুঁত মানুষ খুঁজতে গেলে, তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না।
* জগতে তারাই খুব বেশী কষ্ট পায়, যারা মানুষকে সরল মনে ভালোবাসে। বিনিময়ে তারা পায়, অনাদর, অবহেলা ও ঘৃণা। তাই জগতে কাউকে সরল মনে ভালবাসতে নেই। এখানে সরলতা মানে, চরম দুর্বলতা।
* কাউকে উপকার করলে তা অবশ্যই নিঃস্বার্থভাবে করুন। বিনিময়ে তার কাছ থেকে কোন প্রতিদান আশা করবেন না।
* যে তোমাকে ভালোবাসেনা তাকে ভালোবেসে যাওয়া একটা ছেড়া ঘু্রি উড়ানোর চেষ্টার মতো।
* যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে, তাদের অবস্থান সেখানেই। তারা তোমার পেছনেই পরে থাকবে।
* যখন একজন বন্ধু আমাদের বিপদে ফেলে চলে যায় তখন বুঝতে পারি সে আমার প্রকৃত বন্ধু ছিল না।
* কথা বলা শিখতে একজন মানুষের দুই বছর লাগে, কিন্তু “কি বলা উচিত নয়” তা শিখতে লাগে সারাজীবন।
* তোমার প্রতি কারও গভীর ভালোবাসা তোমাকে শক্তি দেয় আর কারও প্রতি তোমার গভীর ভালোবাসা তোমাকে সাহস যোগায়।
* ভুল সময়ে ভুল ট্রেনে উঠে ভুল স্টেশনে নেমে যাওয়া কিংবা ভুল দরজায় কড়া নেড়ে যাওয়ার মাঝেও আনন্দ আছে। সঠিক পথে ফিরে আসার আনন্দ, ভুল বুঝতে পারার আনন্দ, ভুল সময়ে পাশে থাকা আপন মানুষদের চিনতে পারার আনন্দ। কেউ যদি সব সময় সঠিক কাজই করতে থাকে, সৃষ্টিকর্তা আমাদের কোন আনন্দ থেকেই বঞ্চিত করেন না।
* যখন একটি দরজা বন্ধ হয়ে যাবে, খুব শিগ্রই তোমার জন্য আর একটি দরজা খুলে যাবে।
* গতকাল হলো অতীত। আগামীকাল একটা রহস্য। কিন্তু আজকের দিনটি একটি উপহার।
* সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নেবেন এটা কখনো ভালোবাসাই ছিলো না। এটা ছিলো সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা।
* কারো হৃদয়ে আঘাত করা সাগরের বুকে পাথর ছুড়ে মারার মত। কেউ জানেনা সেই পাথর কত গভীরে আঘাত করবে। শুধু মাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে।
* পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয়। দূরে থেকেও কাছাকাছি থাকা যায়। এটা কেবলমাত্র আপনার মানুষিকতার উপর নির্ভর করে।
* পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছু প্রয়োজন নেই। একটু খানি সততা, নিজের উপর বিশ্বাস, অল্প কিছু আপন মানুষ যারা আপনাকে চোখ বুঝে বিশ্বাস করবে কিংবা যাদের কাছে প্রান খুলে কথা বলতে পারবেন আর অল্পতেই সুখী হবার মানসিকতা। ভালো থাকুন সবাই, ভালো রাখুন প্রিয় মানুষদের। ভালো থাকুক আপনজনেরাও।
* কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়।
* তোমার ভুলগুলোকে নিজের সাথে বহন কোরো না, সেগুলোকে পায়ের নিচে ফেলো এবং সেগুলোর উপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার কাজে ব্যবহার করো।
* একটি ছাতা বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না, আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে। তেমনি নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না, তবে আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয়।
* সেই সময়টি খুব কঠিন, যে সময়ে চোখের পানি ফেলতে হয়। কিন্তু ওই সময়টি তার চেয়েও অনেক বেশি কঠিন, যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয়।
* অন্যায়ের বিরুদ্ধে কোন প্রতিরোধই একজনে হয় না, কিন্তু শুরুটা সাহস করে একজনকেই করতে হয়। বাকিদের কাজ শুধু তার পাশে দাড়িয়ে যাওয়া।
* মন ভালো করার জন্যে খুব বেশী কিছু দরকার হয় না। প্রিয় মানুষ গুলোর একটু হাসিই যথেষ্ট।
* কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে। কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় কিছু ভাল বন্ধুর আর আপনজনের।
* এমন মানুষের সাথে বন্ধুত্ব করো, যে তোমার গুন গুলো মনে রাখে, আর তোমার ভুলগুলো সংশোধন করিয়ে দিয়ে সেই ভুলগুলোকে ভুলে যায়।
* পাহাড়ের উপর দাড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয়, আসলে আকাশটা ততটা কাছের নয়। তেমনি আপাতদৃষ্টিতে কোন কাজ সহজ মনে হলেও, বেশিরভাগ ক্ষেত্রেই তা সহজ নয়।
* মানুষের মন বড় জটিল। সেটিকে বুঝতে হলে আপনাকে অনেক সময় নিতে হবে। আপনি যদি খুব তাড়াতাড়ি বুঝে ফেলেন তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন, আপনি ভুল বুঝেছেন।
* যে কখনো আশা ছাড়ে না, তাকে হারানো সবচেয়ে কঠিন। আপনি তাকে ভেঙ্গে চুড়ে শেষ করে দিলেও সে আবার উঠে দাড়াবে, আপনাকে হারানোর স্বপ্ন দেখবে মৃত্যুর পূর্ব পর্যন্ত।
* আপনার হাসি যেন শুধু আপনার ঠোঁট থেকে নয়, মন থেকেও যেন আসে। একটি প্রাণোচ্ছল হাসি আপনার সম্পর্ককেও অনেক গভীর করে দিতে পারে।
* জীবনে দুঃখ হতাশা থাকবেই, তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয়। সময় থাকতে চেষ্টা করুন ঘুরে দাঁড়ানোর, অবশ্যই আপনি সফল হবেন। কারন চেষ্টাই সফলতা বয়ে আনে।
Tags
জীবন