জীবনে যদি আসে কখনো দুঃখ,
গড়ে তোল তার সাথে অতি সখ্য।
দুঃখে ঝরে যদি কভু চোখের জল,
কেউ দেখার আগেই তা মুছে ফেল।
বেরোয় যদি বুক চিড়ে রক্ত,
মোকাবেলায় হতে হবে শক্ত।
বড়ই কঠিন এ জগত সংসার,
সুখ-দুঃখ নিয়ে জন্ম তাহার।
যদি কখনো ভাঙে হৃদয়,
হতে দিওনা পুরোটা ক্ষয়।
নতুন করে চেষ্টা কর গড়তে,
দুঃখ যেন পারে না ধরতে।
যদি কখনো ভেঙে যায় মন,
নতুন করে কর তাকে যতন।
চেষ্টা কর তাকে জোড়াতে,
যেন পারে না আর পোড়াতে।
যদি কখনো হারায় ভালোবাসা,
নতুন করে রাখিও আশা।
আসে যদি নতুন করে আঘাত,
ঠেকাও তুলে তোমার দুই হাত।
জীবনে কভু নামে যদি কষ্ট,
করিও না আর সময় নষ্ট।
দিও তোমার বুক পেতে,
হবে না আর কিছু হারাতে।
যদি কখনো আসে বেদনা,
নতুন করে আর কেঁদো না।
বয়ে যেতে দিও জীবনে,
ভালবাসা জাগিও না মনে।
যদি কখনো আসে অভাব,
কভূ করিও না নষ্ট স্বভাব।
চেষ্টা করিও থাকতে অনাহারে,
কলঙ্ক যেন না চাপে ঘাড়ে।
যদি কখনো হারিয়ে যায় বিশ্বাস,
পাওয়ার জন্য করিও না আর প্রয়াস।
এ জগতে সব কিছু ফিরে পাওয়া যায়,
অন্ধকানা মানুষেরাও পেট ভরে খায়।
যদি কখনো হারিয়ে যায় মানুষ,
তুমি কখনো হও না যেন বেহুশ।
তারই শোকে হবে না কখনো কাতর,
বাঁচতে চেষ্টা কর হয়ে কঠিন পাথর।
যদি কখনো আসে কান্না,
বুকে চেপে রাখিও না।
কেঁদে যদি পাওয়া যায় সুখ,
তবে কেন চেপে রাখবে বুক?
যদি কখনো কেউ হয় পর,
ভাঙিও না কভু নিজের ঘর।
চিরতরে ভুলে যেও তাকে,
সে থাকুক নিজের মত সুখে।
এভাবেই কর জীবনের মোকাবেলা,
এই জীবন শুধুই ভাঙাগড়ার খেলা।
গড়ে তোল তার সাথে অতি সখ্য।
দুঃখে ঝরে যদি কভু চোখের জল,
কেউ দেখার আগেই তা মুছে ফেল।
বেরোয় যদি বুক চিড়ে রক্ত,
মোকাবেলায় হতে হবে শক্ত।
বড়ই কঠিন এ জগত সংসার,
সুখ-দুঃখ নিয়ে জন্ম তাহার।
যদি কখনো ভাঙে হৃদয়,
হতে দিওনা পুরোটা ক্ষয়।
নতুন করে চেষ্টা কর গড়তে,
দুঃখ যেন পারে না ধরতে।
যদি কখনো ভেঙে যায় মন,
নতুন করে কর তাকে যতন।
চেষ্টা কর তাকে জোড়াতে,
যেন পারে না আর পোড়াতে।
যদি কখনো হারায় ভালোবাসা,
নতুন করে রাখিও আশা।
আসে যদি নতুন করে আঘাত,
ঠেকাও তুলে তোমার দুই হাত।
জীবনে কভু নামে যদি কষ্ট,
করিও না আর সময় নষ্ট।
দিও তোমার বুক পেতে,
হবে না আর কিছু হারাতে।
যদি কখনো আসে বেদনা,
নতুন করে আর কেঁদো না।
বয়ে যেতে দিও জীবনে,
ভালবাসা জাগিও না মনে।
যদি কখনো আসে অভাব,
কভূ করিও না নষ্ট স্বভাব।
চেষ্টা করিও থাকতে অনাহারে,
কলঙ্ক যেন না চাপে ঘাড়ে।
যদি কখনো হারিয়ে যায় বিশ্বাস,
পাওয়ার জন্য করিও না আর প্রয়াস।
এ জগতে সব কিছু ফিরে পাওয়া যায়,
অন্ধকানা মানুষেরাও পেট ভরে খায়।
যদি কখনো হারিয়ে যায় মানুষ,
তুমি কখনো হও না যেন বেহুশ।
তারই শোকে হবে না কখনো কাতর,
বাঁচতে চেষ্টা কর হয়ে কঠিন পাথর।
যদি কখনো আসে কান্না,
বুকে চেপে রাখিও না।
কেঁদে যদি পাওয়া যায় সুখ,
তবে কেন চেপে রাখবে বুক?
যদি কখনো কেউ হয় পর,
ভাঙিও না কভু নিজের ঘর।
চিরতরে ভুলে যেও তাকে,
সে থাকুক নিজের মত সুখে।
এভাবেই কর জীবনের মোকাবেলা,
এই জীবন শুধুই ভাঙাগড়ার খেলা।
Tags
ছড়া-কবিতা