প্রতিবাদী

চোরের দলে করলে চুরি বলতে মানা চোর,
উঁচু গলায় হাঁক দিয়ে যায় সকাল-সন্ধ্যা ভোর,
চোরের সাথে চোর- প্রতিষ্ঠিত সমাজে ঘুষখোর।
আজিকার দিনে সত্য বলতে মানা-
অসত্যের সাধন চলেছে ঘরে ঘরে,
আমি প্রকাশ্যে পারিনা করতে প্রতিবাদ-
মৃত্যুের রজ্জু ঝুলছে ঘাড়ের পরে।
ক্ষমতার হাত মুখ চেপে ধরে কণ্ঠ রোধিতে গলা,
আমি নিজে থমকে দাড়াই হয়না সত্য বলা।
ছলে বলে কৌশলে- তোমরা যাদের হাতে ক্ষমতার ভার,
তারাই কি শুধু সমাজের মানুষ- আমরা কুলাঙ্গার?
প্রতিবাদী

যদি তাই হয়...

মানিনা এ সমাজ, মানিনা সমাজপতি-
যা হবার তা হয়েই গেছে- কি আর হবে ক্ষতি?
লোভ লালসায় বদলে যাচ্ছে- এ কেমন মানুষের মন,
বৃথা যাবে হায় সকল কিছু- মানুষের তরে আয়োজন।
মানুষের সাজে লজ্জাহীন মানুষ- কিম্ভূতকিমাকার জীব,
ভুলে মানুষের আদি অপরুপ- দিনে দিনে হচ্ছি ক্লীব।
আসছে যারা নতুন দিনের নতুন মুখ- নতুন অতিথি,
তাদের জীবন ঘিরে ওত পেতে আছে ভয় আর ভীতি।
সমাজে আজ আমরা বেঁচে আছি-
সে সমাজ বদলে যাচ্ছে দ্রুত,
আমি চাইনা হতে সে সমাজের মানুষ-
আমি হতে চাই সমাজ বর্হিভূত।
প্রতিবাদের ভাষা মুখে সাহস নেই এই বুকে,
আমার কবিতা প্রতিবাদী হোক অমর মর্ত্যলোকে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form