কিচিরমিচির ভোরের শিশির
এসব কি আর গর্জে উঠে!
জোনাক পোকার নিয়ন আলোয়
সে কিরে আর আধার টুটে?
ফুলতো ফুটে ঘ্রাণ ছুটে
এসব কি আর মূগ্ধ করে
মেঘের কোলে রোধতো হাসে
তাতে কি আর মনটা ভরে?
ফলতো ফলে ভেজায় পাকে
মাছতো দেখি ঝাকে ঝাকে
নানা রকম সবজি গিটে
তাতে কি আর তৃপ্তি মিটে?
কই সে আবেগ বাপের ভিটে?
ঠিক যেন তা ধানের চিটে চিটে
তেমন করে মনকি টানে-
মায়ের হাতের শীতের পিঠে?
জাগবে জানি অবোধ জাতি
পেরেক মারার শব্দ পেলে
সূর্য্য মামা স্বয়ং এলে
তবেই যদি হৃদয় মেলে !
এসব কি আর গর্জে উঠে!
জোনাক পোকার নিয়ন আলোয়
সে কিরে আর আধার টুটে?
ফুলতো ফুটে ঘ্রাণ ছুটে
এসব কি আর মূগ্ধ করে
মেঘের কোলে রোধতো হাসে
তাতে কি আর মনটা ভরে?
ফলতো ফলে ভেজায় পাকে
মাছতো দেখি ঝাকে ঝাকে
নানা রকম সবজি গিটে
তাতে কি আর তৃপ্তি মিটে?
কই সে আবেগ বাপের ভিটে?
ঠিক যেন তা ধানের চিটে চিটে
তেমন করে মনকি টানে-
মায়ের হাতের শীতের পিঠে?
জাগবে জানি অবোধ জাতি
পেরেক মারার শব্দ পেলে
সূর্য্য মামা স্বয়ং এলে
তবেই যদি হৃদয় মেলে !
Tags
ছড়া-কবিতা