বীরপাশা গ্রামে একদিন

সবুজ শ্যামল প্রকৃতি লীলাময় ভরপুর বিজয়নগরের বীরপাশা গ্রামে বিকেল বেলায় একদিন। পাকা রাস্তার পাশে এটেঁলযুক্ত কাদাঁমাটি।  সামান্য একটু বৃষ্টি হলে ভড়ভড়া প্যাঁকে ভইরা যায়। দুইদিন বৃষ্টি হয় নাই তারপরও রাস্তা যে শুকনা, তা না। পা টিপা টিপা হাঁটা লাগতেছে। অসাবধান হইলে ঢ্যাৎ কইরা চিৎপটাং। কাপড়-চোপড় তো নষ্ট হবেই, কোমরও ভাইঙ্গা যাইতে পারে। আর এই তামশা যদি মাইনষে দেখে, হাসাহাসি করবে। বীরপাশা বাস স্টেশন থেকে একটু দক্ষিণে এক নালা পুকুরে কচুরিপানা সরিয়ে এক লোক সবুজ প্রকৃতিতে গোসল করছে। মন মাতানো প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে হঠাৎ চোখের দৃষ্টি চইলা গেলো খানকা শরিফের মাঠে। আশপাশের অনেক শিশুরা আইসা এখানে জড়ো হইছে। চার বছরের একটি শিশুর ছেড়া কাপড় দিয়ে তৈরী একটি বল জোর করে নিয়ে অন্য শিশুরা খেলা করছে। শিশুটি তার বল ফেরত নিতে ব্যর্থ হয়ে কান্না করছে। তার কান্নায় অনন্য শিশুরা ব্যাপক মজা পাইতেছে।
বীরপাশা গ্রামে প্রকৃতিতে গোসল

মন মাতানো প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে হঠাৎ চোখের দৃষ্টি চইলা গেলো খানকা শরিফের মাঠে। আশপাশের অনেক শিশুরা আইসা এখানে জড়ো হইছে। চার বছরের একটি শিশু ছেড়া কাপড় দিয়ে তৈরী একটি বল জোর করে নিয়ে অন্য শিশুরা খেলা করছে। শিশুটি তার বল ফেরত নিতে ব্যর্থ হয়ে কান্না করছে। তার কান্নায় অনন্য শিশুরা ব্যাপক মজা পাইতেছে।
বীরপাশা গ্রামের এক শিশুর কান্না

কথায় আছে, জোর যার মুলুক তার। জোর খাটিয়ে আজ আমাদের মধ্যে কিছু সময়ের জন্যে ভয়টা জাগিয়ে রাখাই যথেষ্ঠ, কিন্তু এই শিশু বালকের মতো ঠিকই ভয় নিজেদেরই একদিন গ্রাস করবে জনরোষের দাবানলে। সৃষ্টির আদিকাল আদিম যুগেও শক্তিবান দুর্বলের প্রতি জুলুম করত, এখনও করে। হয়ত ধরন ভিন্ন৷ শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রের উপর, শক্তিশালী দল দুর্বল দলের উপর একইভাবে এলাকা, গ্রুপ, গোষ্ঠী, ব্যক্তি পর্যায় পর্যন্ত একই কথা প্রযোজ্য৷

Post a Comment

Previous Post Next Post

Contact Form