আমাদের সবার জীবনেই খুব গুরুত্বপূর্ণ কিছু মানুষ থাকে যাদের জন্য আমরা দিন-রাত অপেক্ষা করি, তাদের জন্য অপেক্ষা করতেই আমরা পছন্দ করি এই আশায় যে একটা সময় তারা আমাদের অপেক্ষার মূল্যায়ন করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমাদের সেই কাছের মানুষ গুলো আদৌ অপেক্ষার সঠিক অর্থ বোঝেনা। জানেনা অপেক্ষার মূল্য ঠিক কতটা। আর একটা মানুষ অন্য একটা মানুষকে ঠিক কতটা গুরুত্ব দিলে তার জন্য অধীর অপেক্ষায় থাকতে পারে। অযত্নে রাখা অপেক্ষার প্রহর গুনতে থাকা মানুষ গুলো একদিন হঠাৎ করেই জীবন থেকে হারিয়ে যাবে, থেকে যাবে শুধুই তাদের অপেক্ষা। তখন ইচ্ছা করলেই আর সেই অপেক্ষার মানুষ গুলোকে কাছে পাওয়া যায় না। তখন তাদের জীবনে হাড়িয়ে যাওয়া এই অপেক্ষার মানুষগুলো শুধুই ভাসমান অমূল্য স্মৃতি হয়ে ঘুড়ে বেড়াবে। মানুষ জীবনের সবচেয়ে বেশি সম্মুখীন হয় তার নাম অপেক্ষা। আর এই অপেক্ষা মানব জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা।