অন্ধকানা ছাগল

এক ছাগী জন্ম দিলো তিনটি ছাগল ছানা,
নাদুস নুদুস দেখতে তবে একটা ছিলো কানা।
দুই বাচ্চা দুধ পানে সদাই মায়ের সাথে,
তিন নম্বরটা শুধুই লাফায় দুধ জোটেনা পাতে।
সবল হলো দুইটি ছানা দুগ্ধ পানে মায়ের,
কানাটা লাফায় শুধু জৌলুশ দেখে ভায়ের।
নিজের দিকে দেয়না নজর কানা ছাগল ছানা,
অন্য দুটি সুযোগ নিলো জানলোনা তা কানা।
লাফা-লাফি ছোটা ছুটি কানা ছাগল করে,
এরে গুতায় ওরে মারে কারো ধার না ধারে।
এমন করে গুতায় গুতায় শিং ভাংলো তাহার,
শিং এর ব্যাথায় কাতর জুটলানা তার আহার।
কানা ছাগল বোঝেনা যে- কখন কোন ভাও,
গায়ের জোরে বাঘকেও সে- বলে ফেলে ম্যাও!
অন্য দু'টা আপন মনে খাচ্ছে কচি ঘাস,
তিন নম্বার বাচ্চা নিজের করলো সর্বনাশ।
সময় থাকতে বুঝে চলো অন্ধকানা ছাগল,
নিজের ভালো সবাই বোঝে হলেও পাগল।
হাত দিওনা সাপের গর্তে- না যেনে তার মন্ত্র,
বে ঘোরে প্রাণ হারাবে- দাওনা এবার ক্ষ্যান্ত।

Post a Comment

Previous Post Next Post

Contact Form